এই সরকারি কোম্পানির শেয়ারে রকেটের গতি! হু হু করে বাড়ল দাম, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

Published on:

Published on:

Increase in the price of this company's stock in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোমবার অর্থাৎ ১২ জানুয়ারি রাষ্ট্রায়ত্ত সংস্থা IFCI লিমিটেডের শেয়ারের (Share Market) দামে যথেষ্ট বৃদ্ধি ঘটে BSE-তে এই শেয়ারের দাম এক সময়ে ১৮ শতাংশেররও বেশি বেড়ে ৫৮.৩০ টাকায় পৌঁছে যায়। এদিকে, বাজার বন্ধের সময়ে IFCI লিমিটেডের শেয়ারের দাম ১৪.৯০ শতাংশ বেড়ে ৫৬.৩০ টাকায় বন্ধ হয়েছে। ICFI লিমিটেডের শেয়ারের দাম বৃদ্ধির আবহেই বিজনেস স্ট্যান্ডার্ডের একটি মার্কেট ব্লগ অনুসারে জানা গিয়েছে, মার্কেট রেগুলেটর SEBI ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-র IPO-কে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দেওয়ার কথা বিবেচনা করছে।

IFCI লিমিটেডের শেয়ারে (Share Market) রকেটের গতি:

NSE-তে IFCI-এর অংশীদারিত্ব: জানিয়ে রাখি যে, IFCI লিমিটেড তার সহযোগী প্রতিষ্ঠান, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SHICL)-এর মাধ্যমে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) -এ পরোক্ষভাবে ৪.৪ শতাংশ অংশীদারিত্ব ধারণ করে। স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া (SHCIL)-তে IFCI-এর ৫২.৮৬ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।

Increase in the price of this company's stock in the share market.

এদিকে, SHICL NSE-র ১১ কোটি শেয়ার রেখেছে। ২০২৫ সালের জুলাই মাসের ইকোনমিক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে SHCIL-এর এই শেয়ারের মূল্য প্রায় ২৫,০০০ কোটি টাকা। সেই সময়ে NSE-র তালিকাভুক্ত নয় এমন শেয়ারের ভ্যালু ছিল ২,২৮৫ টাকা।

আরও পড়ুন: SBI-র গ্রাহকেরা হয়ে যান সতর্ক! ফের বাড়ানো হল এই ফি, বছরের শুরুতেই বড় ধাক্কা

মার্চ মাসের শেষের দিকে NSE ড্রাফট প্রসপেক্টাস দাখিল করার পরিকল্পনা করছে: উল্লেখ্য যে, দেশের বৃহত্তম এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া (NSE) মার্চ মাসের শেষের দিকে তাদের বহ প্রত্যাশিত IPO-র জন্য খসড়া প্রসপেক্টাস দাখিল করার পরিকল্পনা করছে। বিষয়টির সঙ্গে পরিচিত দুই ব্যক্তিকে উদ্ধৃত করে রয়টার্সের এক রিপোর্টে এই তথ্য উপস্থাপিত করা হয়েছে।

আরও পড়ুন: ফের ধাক্কা! ঋষভ পন্থের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার এই প্লেয়ারও

জানিয়ে রাখি যে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) প্রথম ২০১৬ সালে IPO-র জন্য আবেদন করে। যেখানে এক্সচেঞ্জের বিদ্যমান শেয়ারহোল্ডাররা তাদের ২২ শতাংশ শেয়ার বিক্রি করে ১০,০০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছিলেন। নিয়ন্ত্রক বাধা এবং বিচারাধীন বিরোধের কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছিল। তবে, গ্রে মার্কেটে NSE-র শেয়ারের হাই ডিমান্ড চাহিদা রয়েছে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।