বাংলা হান্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজের (India vs New Zealand) পরবর্তী ২ টি ম্যাচের জন্য টিম ইন্ডিয়ায় একটি বড় পরিবর্তন সম্পন্ন হয়েছে। মূলত, চোটের কারণে ওয়াশিংটন সুন্দর সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে অলরাউন্ডার আয়ুষ বাদোনি দলে এন্ট্রি পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলা এই খেলোয়াড়কে প্রথমবারের মতো টিম ইন্ডিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
টিম ইন্ডিয়ায় (India vs New Zealand) সুযোগ পেলেন আয়ুষ বাদোনি:
জানিয়ে রাখি যে, আয়ুষ বাদোনি একজন দুর্দান্ত মিডল অর্ডার ব্যাটার। পাশাপাশি, তিনি একজন চমৎকার অফ-স্পিনার এবং উইকেটরক্ষকও বটে। IPL-এ তিনি লখনউ সুপারজায়ান্টসের হয়েও খেলেন। এদিকে, আয়ুষ বাদোনির টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়ার ক্ষেত্রে গৌতম গম্ভীরের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। গম্ভীর যখন লখনউয়ের মেন্টর ছিলেন, তখন তিনি বাদোনিকে উল্লেখযোগ্য সুযোগ দিয়েছিলেন। যা আয়ুষ সফলভাবে কাজে লাগান।

আয়ুষ বাদোনির ঘরোয়া ক্রিকেটের কেরিয়ার: জানিয়ে রাখি যে, ক্রিকেটের ৩ টি ফরম্যাটেই আয়ুষ বাদোনির কেরিয়ার দুর্দান্ত। তিনি ২১ টি ফার্স্ট-ক্লাস ম্যাচে ৫৭.৯৬ এভারেজে ১,৬৮১ রান করেছেন। যার মধ্যে ৪ টি সেঞ্চুরি এবং ৭ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। লিস্ট এ-তে, বাদোনি ২২ টি ইনিংসে ৩৬-এর বেশি এভারেজে ৬৯৩ রান করেছেন। যার মধ্যে ১ টি সেঞ্চুরি এবং ৫ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এদিকে, T20-তে তিনি ৭৯ টি ম্যাচে ১,৭৮৮ রান করেছেন। যার মধ্যে ১০ টি হাফ-সেঞ্চুরি রয়েছে।
আরও পড়ুন: পেট্রোল পাম্পেও করা যাবে গাড়ির সার্ভিসিং! গ্রাহকদের সুবিধার্থে বড় পদক্ষেপ Maruti Suzuki-র
আয়ুষ বাদোনির বিশেষত্ব: জানিয়ে রাখি যে, আয়ুষ বাদোনির বিশেষত্ব হল, তিনি ৩ নম্বর থেকে ৭ নম্বর যেকোনও পজিশনে ব্যাট করতে পারেন। তাঁর বোলিং এবং ফিল্ডিংয়ের দক্ষতাও অসাধারণ। পেশাদার ক্রিকেটে তাঁর মোট ৫৭ টি উইকেট রয়েছে। IPL-এ এই খেলোয়াড় লখনউ সুপারজায়ান্টের হয়ে খেলেন। যেখানে তিনি ২৬-এরও বেশি এভারেজে ৯৬৩ রান করেছেন।
আরও পড়ুন: এই সরকারি কোম্পানির শেয়ারে রকেটের গতি! হু হু করে বাড়ল দাম, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
দ্বিতীয় ও তৃতীয় ODI-র জন্য ভারতীয় দল: শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল এবং আয়ুষ বাদোনি।












