ফের আবহাওয়ার মুড সুইং! দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কতা, সংক্রান্তির আগে আর কতটা নামবে তাপমাত্রা?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: তাপমাত্রা বাড়ার পর ফের নামছে। পৌষের শেষে ফের দাপট বাড়াচ্ছে শীত। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে নামবে সর্বনিম্ন তাপমাত্রা। কোথায় কতটা পারদ পতন? মকর সংক্রান্তির আগে দেখে নিন সম্পূর্ণ ওয়েদার আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আপাতত চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দুই দিনে আরও কিছুটা শীত বাড়বে দক্ষিণবঙ্গে। জাঁকিয়ে শীতের আমেজ ফিল হবে পৌষ সংক্রান্তিতেও। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

হাওয়া অফিস বলছে শীতের ভরপুর আমেজ গোটা সপ্তাহ জুড়ে বজায় থাকবে বলে পূর্বাভাস। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দাপট দেখাবে কুয়াশাও। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। এর মধ্যেই উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই সব জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকতে পারে।

আগামী সাত দিন কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হবে না।

south bengal weather(189)

আরও পড়ুন: বেড়ানোর জন্য সবথেকে উপযুক্ত! ভারতের সেরা পর্যটক বান্ধব রাজ্যের তকমা পেল এই পড়শি রাজ্য

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আজ কোচবিহার ও উত্তর দিনাজপুর এবং দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে যম ঠান্ডা আপাতত কমার পূর্বাভাস নেই। আরও কিছুদিন জোরদার ব্যাটিং করবে শীত। আগামী পাঁচ দিন কোথাও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উপরের দিকের জেলাগুলিতে কুয়াশার পাশাপাশি শীত বেশি থাকবে।