চন্দ্রকোনায় কনভয়ে হামলার অভিযোগ, CBI তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু

Published on:

Published on:

Suvendu Adhikari seeks CBI probe into Chandrakona convoy attack
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ে হামলার অভিযোগ ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চন্দ্রকোনা রোড ফাঁড়ির ভেতরেই মেঝেতে বসে পড়েছিলেন শুভেন্দু। সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয় তীব্র উত্তেজনা। এবার ওই হামলার অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। সেখানে মামলার অনুমতিও মিলেছে বলে খবর আদালত সূত্রে।

ঠিক কী ঘটেছিল?

ঘটনার সূত্রপাত হয় গত শনিবার। সেদিন পুরুলিয়া থেকে জনসভা করে মেদিনীপুরের দিকে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ফেরার সময় ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় পৌঁছনোর পর তাঁর কনভয়ের উপর হামলা হয় বলে অভিযোগ ওঠে। শুভেন্দুর দাবি, ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল অফিসের সামনে প্রায় ২০ জন দুষ্কৃতী বাঁশ ও লাঠি নিয়ে তাঁর গাড়ির উপর চড়াও হন। এই ঘটনার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

চন্দ্রকোনা সরি ইনচার্জের সামনে মেঝেতে বসে পড়েছিলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)

হামলার অভিযোগের পর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) গাড়ি ঘুরিয়ে সরাসরি চন্দ্রকোনা রোড ফাঁড়িতে পৌঁছে যান। সেখানে ফাঁড়ি ইনচার্জের সামনেই মেঝেতে বসে পড়েন তিনি। বিরোধী দলনেতা সাফ জানিয়ে দেন, যতক্ষণ না অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ তিনি ফাঁড়ি ছাড়বেন না। ফাঁড়ি ইনচার্জ তাঁকে লিখিত অভিযোগ দায়ের করতে অনুরোধ করলেও, নিজের অবস্থান থেকে ওঠেননি শুভেন্দু। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ফাঁড়ি থেকে বেরিয়ে যান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

সিবিআই তদন্তের দাবি চেয়ে হাই কোর্টের শুভেন্দু

এরপর মঙ্গলবার হামলার ঘটনার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করে তিনি তদন্তের আর্জি জানান। আদালত সূত্রে খবর, মামলাটি দায়ের করার অনুমতি মিলেছে।

এদিকে ঘটনার দিনই শুভেন্দুর অভিযোগ কার্যত উড়িয়ে দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য, বিরোধী দলনেতার (Suvendu Adhikari) গাড়ির উপর কোনও হামলাই হয়নি। তৃণমূলের দাবি অনুযায়ী, অঞ্চল অফিসের সামনে একটি চায়ের দোকানে কয়েকজন তৃণমূল কর্মী ও সমর্থক আড্ডা দিচ্ছিলেন। সেই সময় বিজেপির সমর্থকেরা শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে সেখানে হাজির হন।

Court Clears Suvendu Adhikari Ganga Sagar and Jhargram Rallies

আরও পড়ুনঃ ED-IPAC তদন্তে নতুন মোড়, এবার আদালতে BJP, কারণ কী?

তৃণমূল নেতৃত্বের আরও দাবি, বিজেপির সমর্থকেরা তৃণমূল কর্মীদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী স্লোগান দিতে শুরু করেন। তার পাল্টা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতার (Suvendu Adhikari) নিরাপত্তারক্ষীরাই সবাইকে সরিয়ে দেন। কোনও হামলার ঘটনা ঘটেনি বলেই দাবি তৃণমূলের।