মাঘ মাসের আগে ঊর্ধ্বমুখী সোনার দাম! মধ্যবিত্তের মাথায় হাত, আজ ১ গ্ৰাম হলুদ ধাতুর দর কত জেনে নিন

Published on:

Published on:

gold price(27)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ফের নয়া রেকর্ড সোনার দামে। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। তবে এখন আর সেভাবে আনন্দ পাওয়ার স্কোপ নেই বললেই চলে। কারণ নতুন বছরেও শুরুতেও উর্দ্ধমুখী সোনার দাম। আজ ১৩ জানুয়ারি, ২০২৬ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে? এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

মঙ্গলবার ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১৩৪২০ টাকা। একদিনে দাম বেড়েছে ১৬৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩৪২০। এক্ষেত্রে দাম ১৬৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর শহর কলকাতায় ২২ ক্যারাট ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১৩৪২০০০ টাকা।

gold price(49)

২৪ ক্যারাট খুচরো পাকা সোনা ১ গ্রাম সোনার দাম হয়েছে ১৪১২০ টাকা। গতকালের তুলনায় ১৭৫ টাকা দাম বেড়েছে। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৪১২০০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম মঙ্গলবার দাঁড়িয়েছে ১৪১২০০০ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই। বিশেষজ্ঞদের অনুমান, চলতি বছর ২০২৬ সালে সোনার দাম আরও ৫% – ১৬% বৃদ্ধি পেতে পারে।

Gold Price increased again on friday know todays rate

আরও পড়ুন: TET নেই এমন শিক্ষকের তালিকাই নেই! সুপ্রিম কোর্টের নির্দেশে বড় সমস্যায় রাজ্যের উচ্চ প্রাথমিক শিক্ষা

রুপোর দাম

রুপোর দামও এদিন অনেকটাই বেড়েছে। মঙ্গলবার ১০০ গ্রাম খুচরো রুপোর দাম হয়েছে ২৫৮১০ টাকা। একদিনে ৮৮০ টাকা বেড়েছে দাম। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২৫৮১০ টাকা। রাতারাতি দাম বেড়েছে ৮৮০০ টাকা।