বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) জনপ্রিয়তায় নতুন ইন্ধন জুগিয়েছে বন্দে ভারত। কম সময়ে বিলাসবহুল ট্রেন সফরের জন্য বন্দে ভারতের জুড়ি মেলা ভার। সেই সাফল্যে ভর করেই দূরপাল্লার জন্য রাতের সফরের উপযোগী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস নিয়ে এসেছে ভারতীয় রেল। চেয়ার কারের পর এই স্লিপার ট্রেনটি নিয়ে উন্মাদনা এখন থেকেই তুঙ্গে। তবে এই ট্রেনের ভাড়ার কাঠামো প্রকাশ হতেই কার্যত বড়সড় ধাক্কা লেগেছে যাত্রীদের।
প্রকাশ্যে এসেছে বন্দে ভারতের (Indian Railways) ভাড়া
বন্দে ভারত স্লিপারের ভাড়া প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে কিছু কিছু ক্ষেত্রে তা রাজধানীকেও ছাপিয়ে যাচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, বন্দে ভারত স্লিপার চড়লেই নূন্যতম ৪০০ কিলোমিটারের জন্য ভাড়া দিতেই হবে। এমনকি যাত্রী যদি তার কম দূরত্ব যান, তবুও দিতে হবে ওই ভাড়া। এটাই বেস ফেয়ার।

কত করে ধরা হয়েছে ভাড়া: রেলের তরফে জানানো হয়েছে, জিএসটি ছাড়া বেস ফেয়ার প্রতি কিমিতে ২.৪ টাকা এসি ৩ টিয়ারে, এসি ২ টিয়ারে প্রতি কিমিতে ভাড়া ৩.১ টাকা, এসি ফার্স্ট ক্লাসে প্রতি কিমিতে ভাড়া ৩.৮ টাকা। ৪০০ কিমি পর্যন্ত নূন্যতম ভাড়া এসি ৩ টিয়ারে ৯৬০ টাকা, এসি ২ টিয়ারে ১২৪০ টাকা এবং এসি ফার্স্ট ক্লাসে ১৫২০ টাকা। সঙ্গে জিএসটি আলাদা। এই দূরত্ব যত বাড়বে, ভাড়াও বাড়বে তত। তাই কিছু ক্ষেত্রে রাজধানীর চেয়েও এই ট্রেনের ভাড়া হবে বেশি। সংরক্ষণের নিয়মেও এসেছে বিরাট পরিবর্তন।
আরও পড়ুন : মাংস খাওয়ার জন্য খুন! পুলিশি জেরায় স্বীকার অভিযুক্তের, ‘নরখাদক’এর আতঙ্কে তোলপাড় কোচবিহার
রেলের বিশেষ নির্দেশ: রেলের (Indian Railways) তরফে জানানো হয়েছে, এই ট্রেনে কোনও রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন নেই। ওয়েটিং লিস্টও থাকছে না। শুধু কনফার্মড টিকিট পাওয়া যাবে। সীমিত কোটার মধ্যে থাকছে সিনিয়র সিটিজেন, মহিলা, প্রতিবন্ধী যাত্রী এবং ডিউটি পাস। তবে রেলের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যেসব পাসগুলি পুরোপুরি রিইম্বার্সেবল নয় সেগুলি চলবে না এই ট্রেনে। সঙ্গে শিশু থাকলে, ষাটোর্ধ্ব ব্যক্তি, ৪৫ ঊর্দ্ধে মহিলাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয় ভাবে সিস্টেম লোয়ার বার্থ দেওয়ার চেষ্টা করবে।
আরও পড়ুন : ‘ছোট চিকু’-কে নিজের বন্ধু করলেন বিরাট! রাতারাতি ভাইরাল কোহলির খুদে অনুরাগী
প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে হাওড়া থেকে গুয়াহাটি তথা কামাখ্যা পর্যন্ত। প্রায় ১০০০ কিমি দৈর্ঘ্য এই যাত্রাপথের। ভবিষ্যতে আরও দীর্ঘ রুটে এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের।












