বাংলাহান্ট ডেস্ক : বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট আগামী ২৫ মে। শনিবার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী (Trinamool Congress) সুজাতা মণ্ডলের (Sujata Mondal) সমর্থনে নির্বাচনী জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের সভা মঞ্চ থেকে সুজাতার প্রতিপক্ষ ও তাঁর প্রাক্তন স্বামী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি, এনডিএ জোটের ৪০০ আসন পার করার সংকল্প নিয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, “ইসবার ৪০০ পার, আর আমরা বলেছিলাম ইসবার পগারপার”। সভা মঞ্চে দাঁড়িয়ে এদিন মমতা বলেন, “ওই ছেলেটার নাম নিতে চাই না, সুজাতা কীকরে বিয়ে করেছিল ভগবানই জানে! অবশ্য কেউ কাউকে ভালোবাসলে সেটা তাদের ব্যাপার। আমি এসব নিয়ে মাথা ঘামাই না”। এর পরে সোজা তাকে রীতিমতো ঝগড়ুটে বলে দিলেন মুখ্যমন্ত্রী।
আরোও পড়ুন : চাঁদ, সূর্যর পর এবার মিশন শুক্র! ফের নয়া অভিযানে ISRO, চলে এল সুখবর
কিন্তু কেন হঠাৎ করে ঝগড়ুটে বললেন সুজাতাকে?আজকের সভা মঞ্চ থেকে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের গোপন ছবি ফাঁস করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিলেন মমতা। তিনি এদিন বলেন,”কিন্তু আমার কাছে অনেক ফটো আছে। সুজাতা যা ঝগড়ুটে। আমি যদি দিয়ে দিই ফটোগুলো, তাহলে তো ও ইলেকশন ছেড়ে দিয়ে আগে যাবে ঝগড়া করতে। তোমার কাছে যা ফটো আছে, তার থেকে বেশি আমার কাছে আছে।”
আরোও পড়ুন : Maruti Swift-কে টক্কর দেবে Tata-র এই দুর্ধর্ষ গাড়ি, কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের, মিলবে বিশাল মাইলেজ
সুজাতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর এই কথা শোনার পর অবশ্য মঞ্চে উপস্থিত তৃণমূল কর্মীরাও হাসতে শুরু করেন। পাশাপাশি এদিন সৌমিত্র খাঁকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘কথায় কথায় প্রধানমন্ত্রী বলেন তৃণমূল মানেই চোর, লজ্জা করে না? আগে নিজের নেতাদের সামলান। এদের যতো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে টাকা কম?’
তবে, সৌমিত্র খাঁ অবশ্য সুজাতাকে নিয়ে বেশি পাত্তা দিতে নারাজ। সৌমিত্র খাঁ অবশ্য তির্যক মন্তব্য ছুঁড়ে দেন সুজাতার দিকেই। তার কথায়, আজ থেকে পাঁচ বছর আগে সুজাতা যাকে কালনাগিনী বলে আক্রমণ করেছিলেন, আজ তাকেই দেবতার আসনে বসিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, যিনি অভিষেকের নামেও নানান ধরনের কুরুচিকর মন্তব্য করতে ছাড়েননি, সেই অভিষেককে নিয়েই আজ ধন্য ধন্য করছেন।
পাশাপাশি সৌমিত্র খাঁ সুজাতা মন্ডলকে পাগল বলেও কটাক্ষ করেছেন। এমনকি, সুজাতা যে উপযুক্ত রাজনীতিবিদ নয় সেটি উল্লেখ করার সাথে সাথেই এই বিজেপি নেতার মতে, তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল সম্পর্কে যত কম কথা বলা যায়, তত ভালো। একই সাথে উন্নয়নের নিরিখে বিষ্ণুপুরের মানুষের উপরেই ভরসা রাখতে চাইছেন সৌমিত্র খাঁ।