প্রতিমাসে CRPF কনস্টেবলরা পান কত বেতন? অধিকাংশজনই জানেন না সঠিক উত্তর

বাংলা হান্ট ডেস্ক: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (Central Reserve Police Force, CRPF) হল ভারতের একটি রিজার্ভ সশস্ত্র পুলিশ বাহিনী এবং ইন্টারন্যাল কমব্যাট ফোর্স। যেটি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) অধীনে কাজ করে। CRPF কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়। এই বাহিনীর প্রাথমিক কাজ হল আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং বিদ্রোহ দমনে রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পুলিশ অপারেশনে সহায়তা করা।

CRPF ১৯৩৯ সালের ২৭ জুন ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ হিসেবে অস্তিত্ব লাভ করে। দেশের স্বাধীনতার পর, ১৯৪৯ সালের ২৮ ডিসেম্বর, CRPF আইন প্রয়োগের মাধ্যমে এটি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীতে পরিণত হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, CRPF-এ যেকোনো পদে চাকরি পাওয়া খুবই গর্বের বিষয়। এখানে চাকরি করার ইচ্ছে দেশের প্রায় প্রতিটি তরুণের মধ্যে থাকে।

How much salary do CRPF constables get every month.

CRPF-এ, কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে নিয়োগ করা হয়। এজন্য পৃথক পৃথক নিয়োগ পরীক্ষা হয়ে থাকে। তবে, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, CRPF কনস্টেবলদের প্রতি মাসের বেতন কত হয়? অনেকেই এই বিষয়টি জানেন না। এমতাবস্থায় বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

আরও পড়ুন: মিস হল সুযোগ! লিগ টপার হয়েও বিরাট সম্মান হাতছাড়া KKR-এর, হতাশ শ্রেয়সরা

CRPF কনস্টেবলদের বেতন: মূলত, সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর CRPF কনস্টেবলদের বেতনের হার ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এমতাবস্থায়, সদ্য নিয়োগপ্রাপ্ত CRPF কনস্টেবলের বেতন ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা হয় (শহরের ওপর নির্ভর করে)।

আরও পড়ুন: ঋণ সঙ্কটের মধ্যে থাকা মলদ্বীপকে স্বস্তি দেবে চিন! IMF-এর সতর্কতার পরে বড় ঘোষণা রাষ্ট্রদূতের

সপ্তম বেতন কমিশন অনুসারে, CRPF কনস্টেবলের গ্রেড পে হল ২,০০০ টাকা। পাশাপাশি, একজন CRPF কনস্টেবলের মূল বেতন হল প্রায় ২৫,৫০০ টাকা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বেতনের পাশাপাশি বিভিন্ন রকমের ভাতাও পান এই কনস্টেবলেরা। যেগুলির মধ্যে মহার্ঘ ভাতা থেকে শুরু করে এক্স গ্রেশিয়া ভাতা, লিভ ইনক্যাশমেন্ট ফেসিলিটি, সিটি কম্পেনসেটরি অ্যালাওয়েন্স, ডিটাচমেন্ট অ্যালাওয়েন্স, HRA ভাতা, CRPF কর্মচারীদের সন্তানদের জন্য পড়াশোনার সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর