সঙ্গে অভিষেক! ভোট মিটতেই গুরু দায়িত্ব পেলেন ইউসুফ পাঠান, বুধবারই বিরাট চমক তৃণমূলের

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা ভোটে লাইমলাইটে জায়গা করে নিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী (TMC Candidate) ইউসুফ পাঠান (Yusuf Pathan)। অধীর গড় বহরমপুরের চৌধুরীবাবুরই বিপরীতে তাকে প্রার্থী করেছিল তৃণমূল। বর্তমানে সেই কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব মিটেছে। তবে ভোট শেষ হলেও দায়িত্ব কমেনি বড় পাঠানের। এবার ইউসুফের উপর আরও গুরু দায়িত্ব দিল জোড়াফুল শিবির।

বিশ্বকাপ জয়ী প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানকে এতদিন বহরমপুর কেন্দ্রিক লোকসভা ভোটের প্রচারেই দেখা গিয়েছে। তবে এবার তাকে অন্য লোকসভা আসনগুলিতেও প্রচার পর্বে নামাতে চাইছে দল। এবার তারকা হিসেবে অন্যান্য কেন্দ্র গুলিতে ভোটপ্রচার চালাবেন ইউসুফ।

জানা যাচ্ছে আগামী বুধবার ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রে ভোটপ্রচারে যাবেন ইউসুফ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন ইউসুফ পাঠান। তবে এ খবর নতুন নয়। কিছুদিন আগেই সপ্তম দফার ভোটে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছিল তৃণমূল। ৪০ জনের নামের সেই তালিকায় নাম ছিল বহরমপুরে তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানেরও।

এমনিতেই তৃণমূলের শক্তিশালী ঘাঁটি ডায়মন্ড হারবার। এই কেন্দ্র থেকেই টানা দু’বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৪, ২০১৯ সালের পর এবার হ্যাট্রিক করতে ময়দানে নেমেছেন অভিষেক। তৃণমূল সেকেন্ড ইন কমান্ডর ‘ডায়মন্ড হারবার মডেল’ এতটাই ‘সফল যে বিরোধীরাও নাকি এখানে প্রার্থী ফিট করতে খানিক ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এবার সেখানেই তৃণমূলের ‘যুবরাজের’ সমর্থনে ভোটপ্রচারে যাবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার।

baharampur tmc candidate yusuf pathan starts election campaign after 4 days break

আরও পড়ুন: অভিজিৎ গাঙ্গুলি বিতর্ক অতীত! এবার RSS-এ যোগ দিতে চলেছেন হাইকোর্টের এই বিচারপতি, শোরগোল

প্রসঙ্গত, আগামী ১ জুন সপ্তম দফায় অর্থাৎ শেষ দফায় ভোট রয়েছে ডায়মন্ড হারবারে। তার আগে আগামী বুধবার অভিষেকের সমর্থনে ডায়মন্ড হারবারে যাচ্ছেন ইউসুফ। ভারতীয় প্রাক্তন ক্রিকেটারের উপস্থিতি লোকসভায় জোড়াফুলের তলার মাটি আরও কিছুটা শক্ত করবে এমনটাই মত রাজনৈতিক মহলের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর