বিয়ে করার ইচ্ছা ছিল না! তারপরেও আদৃতের সাথে মালাবদল কেন? প্রশ্নের মুখে কৌশাম্বী

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বিয়ের মরশুম শুরু হতেই চারিদিকে বিয়ে করার ধুম পড়ে গিয়েছে। তাই শুভ কাজে দেরি না করে সদ্য সাতপাকে বাঁধা পড়েছেন বাংলা বিনোদন জগতের জনপ্রিয় লাভ বার্ডস তথা অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী কৌশাম্বী  চক্রবর্তী।

বহুদিন ধরে তাঁদের হাইপ্রোফাইল বিয়ে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীদের একটা বড় অংশ। জি বাংলার সুপারহিট বাংলা সিরিয়াল ‘মিঠাই’তে একসাথে অভিনয় করেছিলেন আদৃত-কৌশাম্বী।পর্দায় আদৃতের চরিত্রের নাম ছিল সিদ্ধার্থ মোদক। এই ধারাবাহিকে কৌশাম্বী  হয়েছিলেন আদৃতের অনস্ক্রিন দিদি।

বিয়ের পর এখন বেশ সুখেই দিন কাটছে এই মিষ্টি জুটির।  অথচ একটা সময় ছিল যখন বিয়েতে একেবারেই মত ছিল না  কৌশাম্বীর। বিয়ের নাম শুনলেই তিনি বলতেন শতহস্ত দূরে থাকার কথা। সে বেশ কয়েক বছর আগের কথা, একবার জি বাংলার দিদি নাম্বার ওয়ান-র একটি পর্বে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

কৌশাম্বীর কথায়, ‘আসলে আমার মা চাকরি করেন। আমি মায়ের নাইন টু ফাইভ জব দেখেছি।’ তখনই রচনা কৌশাম্বীর কাছে সরাসরি প্রশ্ন করেছিলেন তিনি কবে বিয়ে করবেন? তখন বিয়ে থেকে দূরে থাকার কথা জানিয়ে কৌশানি সটান জানিয়ে দিয়েছিলেন ‘ও বাবা বিয়ে-টিয়েতে আমি নেই। আমি মায়ের মতো চাকরি করব। বিয়ে করার কোনও পরিকল্পনা নেই আমার।’

আরও পড়ুন: নকল-অনুভূতিহীন শ্রেয়া ঘোষালের গলা! গায়িকা সুচিত্রার দাবিতে তোলপাড় সঙ্গীতজগৎ

আর সেই কৌশাম্বীই এই মাত্র কদিন আগে বিয়ে করে এখন চুটিয়ে সংসার করছেন। বিয়ের পর কিছুদিন আগেই মধুচন্দ্রিমাতেও  গিয়েছিলেন তাঁরা। বিয়ের পর এই মুহূর্তে কৌশাম্বী থাকছেন আর অদৃতের বাড়িতেই। প্রসঙ্গত  বিয়ের আগে থেকেই কৌশাম্বীকে দারুন পছন্দ করতেন অদৃতের পরিবার।

আর এখন সেই পছন্দের মানুষগুদের সাথেই  হাসি আনন্দে কাটাচ্ছেন অভিনেত্রী। প্রসঙ্গত এই মুহূর্তে কৌশাম্বী অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় বাংলা সিরিয়াল ফুলকিতে। এই ধারাবাহিকে তিনি নায়কের বৌদি পারোমিতার ভূমিকায় রয়েছেন।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X