বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগেই অস্বস্তিতে প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘কুরুচিকর’ মন্তব্যের জেরে শুক্রবার অভিজিৎকে শো-কজ় করেছিল নির্বাচন কমিশন (Election Commission Of India)। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে জারি হল নিষেধাজ্ঞা।
জানা গিয়েছে মঙ্গলবার বিকেল ৫টা থেকে ২৪ ঘণ্টার জন্য অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। এর আগে কমিশন তরফে সোমবার বিকেল ৫টার মধ্যে অভিজিৎকে তার ওই আচরণের কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছিল। পাশাপাশি কেন ওই মন্তব্যের জন্য অভিজিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না সেবিষয়েও জানাতে বলা হয়েছিল। সেই মত নির্বাচন কমিশনের শো-কজ়ের জবাবও দিয়েছেন অভিজিৎ।
সংবাদমাধ্যমের সামনে অভিজিৎ বলেছিলেন, ”যা ঘটনা ঘটেছে, তা সম্পূর্ণ ভাবে আমি কমিশনে জানাচ্ছি।” কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই জবাব পাঠাব। যা ঘটেছে এবং যে ভাবে ঘটেছে, তা আমি কমিশনকে জানাব।” এরপর ২০ তারিখ জবাব পাঠান কমিশন। সূত্রের খবর, জবাব খতিয়ে দেখার পরেও কমিশনের মনে হয়েছে, ‘কুরুচিকর ভাবে ব্যক্তি আক্রমণ’ করেছেন অভিজিৎ। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বিজেপি প্রার্থী।
ভারতীয় সমাজে এবং সংবিধানে মহিলাদের বিশেষ স্থান রয়েছে। সর্বদা সম্মানের চোখে তাদের দেখা হয়। সে কারণে এক জন মহিলার সম্মানরক্ষার জন্য রাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠান সব সময়ই সচেষ্ট। প্রসঙ্গত, দিন দুয়েক আগে মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য করার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে। বুধবার হলদিয়ার চৈতন্যপুরে একটি সভা করেন তমলুকের বিজেপি প্রার্থীর। যেই সভার এক ভিডিও সম্প্রতি শোরগোল ফেলে দিয়েছে।
আরও পড়ুন: ভোটের দিন জেলের ভেতর যা কাণ্ড ঘটালেন পার্থ-জ্যোতিপ্ৰিয়! থ হয়ে গেলেন কারারক্ষীরা
ভাইরাল ওই ভিডিওতে অভিজিৎকে বলতে শোনা যায়, ”তৃণমূল বলছে, রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়! মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে কেউ ৮ লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয়, কেউ ১০ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়! কেন তোমার দাম ১০ লক্ষ টাকা? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করাও বলে? আর রেখা পাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে, সে আমাদের প্রার্থী। সে জন্য তাকে ২০০০ টাকায় কেনা যায়?”
ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করে নি বাংলা হান্ট। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এহেন ‘কুরুচিকর’ মন্তব্যের জন্য অভিজিতের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। দলের দাবি ছিল, মুখ্যমন্ত্রীকে ‘অশালীন’ ভাষায় আক্রমণ করে ‘নিম্নরুচি’র পরিচয় দিয়েছেন পদ্মপ্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন। তাই তার বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা শুরু করতে হবে কমিশনকে। এরপরই পদক্ষেপ করে কমিশন।