রাত পোহালেই ফাইনাল! তার আগে “অস্বস্তিতে” KKR শিবির, কারণ জানালেন ভেঙ্কটেশ

বাংলা হান্ট ডেস্ক: রাত পোহালেই সম্পন্ন হবে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় মেগা টুর্নামেন্ট IPL (Indian Premier League)-এর ফাইনাল। চলতি মরশুমের IPL-এ সামগ্রিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে KKR (Kolkata Knight Riders)। আর সেই পারফরম্যান্সের ওপর ভর করেই কলকাতা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ফাইনালে। এমতাবস্থায়, ফাইনাল ম্যাচে তারা মুখোমুখি হবে হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad)।

তবে, ফাইনালের আগে যথেষ্ট ফুরফুরে মেজাজে রয়েছে নাইট শিবির। পাশাপাশি, দলে নেই চোট-আঘাতের মত সমস্যাও। যদিও, শুধুমাত্র একটি বিষয়ের জন্য স্বস্তি পাচ্ছেন না ক্রিকেটাররা। মূলত, সমগ্র মরশুমে ভালো ফল করে আসা KKR ফাইনাল ম্যাচেও দাপটের সাথে খেলে চ্যাম্পিয়ন হতে চায়। আর এই কাজ শেষ না হওয়া পর্যন্ত যেন শান্তি পাচ্ছেন না খেলোয়াড়রা। KKR-এর তারকা খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ার ঠিক এই বিষয়টিই উপস্থাপিত করলেন।

জানিয়ে রাখি যে, ফাইনাল ম্যাচের আগে KKR-এর খেলোয়াড়রা যথেষ্ট আত্মবিশ্বাসী রয়েছেন। পাশাপাশি, ফাইনালের আগে তাঁরা পেয়েছেন পর্যাপ্ত বিশ্রামও। তবে, প্রতিপক্ষ হায়দ্রাবাদকে মোটেও হালকা ভাবে নিচ্ছে না KKR। এদিকে, দলের ক্রিকেটারদের মধ্যে যাতে আত্মতুষ্টির বিষয়টি না আসে সেদিকেও কড়া নজর রাখছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থেকে শুরু করে মেন্টর গৌতম গম্ভীর।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য প্রস্তুত গম্ভীর? BCCI-এর সামনে রাখলেন এই “বিশেষ শর্ত”

এমতাবস্থায়, আগামী রবিবার চেন্নাইয়ের চিপকে সম্পন্ন হতে চলেছে ফাইনাল ম্যাচ। তার আগেই জেতার জন্য দল যে কতটা উদগ্রীব হয়ে রয়েছে সেই প্রসঙ্গে মুখ খুললেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি জানিয়েছেন যে, “আমাদের পরিকল্পনা সঠিকভাবে প্রয়োগ করার থেকে বেশি সন্তুষ্টি আর কিছুতে নেই। এখন আমরা সেটা ঠিক মতো করতে পারছি।”

আরও পড়ুন: একলাফে দাম কমবে ৯০ লক্ষ টাকা! এবার ভারতের মাটিতে Range Rover তৈরি করবে টাটা মোটরস

তিনি আরও বলেন যে, “আমরা যেভাবে খেলছি, তাতে আমরা খুশি হলেও, সন্তুষ্ট নই। আমাদের খিদে এখনও মেটেনি। যেটা IPL ট্রফি না জেতা পর্যন্ত মিটবে না। আমরা একমাত্র চ্যাম্পিয়ন হতে পারলেই সন্তুষ্ট হব।’’ এদিকে, ভেঙ্কটেশের এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি, দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাসী মনোভাব উদ্বুদ্ধ করেছে অনুরাগীদেরও। এমতাবস্থায়, দীর্ঘ ১০ বছরের খরা কাটিয়ে KKR ফের IPL চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর