বাবলু প্রামাণিক বারুইপুর
বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার বুড়োর ঘাট এলাকা থেকে বকুলতলা থানার পুলিশ নাকা চেকিং করে একটি জাইলো গাড়ি থেকে ২৪ লক্ষ ১২ হাজার টাকা নগদ উদ্ধার করে। একটি ১০ লক্ষ ৫৪ হাজার টাকার চেক পাওয়া যায় গাড়িতে থাকা মিন্টু হালদার বারুইপুর বিজেপি মন্ডল সম্পাদকের কাছ থেকে।
এছাড়াও বিজেপির দলীয় কাগজপত্র সেই গাড়ি থেকে উদ্ধার হয়। নগদ টাকাটা গাড়ির মধ্যে থাকা দুই বিজেপি মহিলা কর্মীর কাছ থাকে উদ্ধার হয়। দুই মহিলা কর্মীর নাম সরস্বতী হালদার বাড়ি কুলতলী থানা এলাকার কেল্লাতে ও নমিতা সরদার যার বাড়ি বারুইপুর থানার অন্তর্গত গোচরণে। এখনো পর্যন্ত পুলিশ তিনজনকে আটক দেখিয়েছে। ভোটের আগে কি কারণে বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে যাচ্ছিল রাতের বেলা সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ।
যদিও পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা তথ্য মিলেছে তা থেকে জানা যাচ্ছে, বারুইপুর জেলা পার্টি অফিস থেকে ঐ বিপুল পরিমানে নগদ টাকা ও কিছু দলীয় কাগজ পত্র নিয়ে কুলতলীতে যাচ্ছিলো।
আর তার থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি টাকাটা জয়নগর কেন্দ্রের কুলতলীতে ১৯ তারিখে খরচ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এই টাকা। এখন তদন্ত শুরু করেছে টাকা টি ঠিক কার কাছ থেকে নিয়ে কোথায় যাচ্ছিল