জোড়া, পদ্মে হাড্ডাহাড্ডি! ‘ভোট সপ্তমী’র আগে হুঙ্কার অভিষেকের, পাল্টা তোলপাড় ফেললেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘লড়াই’। দেখতে দেখতে একেবারে শেষ লগ্নে এসে হাজির হয়েছে চব্বিশের লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ৩৩টি কেন্দ্রের ভোটগ্রহণ, বাকি রয়েছে আর ৯টি। ‘ভোট সপ্তমী’তে প্রত্যেকটি দলই নিজেদের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত। এই আবহে হুঙ্কার দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাল্টা বিরাট দাবি করে শোরগোল ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

উনিশের লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের সাক্ষী থেকেছিল গোটা বাংলা (West Bengal)। একুশের বিধানসভা ভোটে অবশ্য জোড়াফুলের ধাক্কায় খানিক বেসামাল দেখিয়েছিল পদ্মকে। চব্বিশের নির্বাচনে (Lok Sabha Election 2024) বাজিমাত করবে কোন দল? ভোট বাজারে এটা কার্যত ‘মিলিয়ন ডলার কোয়েশ্চন’ হয়ে দাঁড়িয়েছে।

আগামী ১ জুন রাজ্যে সপ্তম দফার ভোট। শেষ দফার নির্বাচনের আগে দুই শিবিরকেই ‘ফুল ফর্মে’ দেখা যাচ্ছে। মরণকামড় দিতে চাইছে দুই পক্ষই। সপ্তম দফায় রাজ্যের ৯টি আসনে ভোট হতে চলেছে। প্রত্যেকটি আসন তৃণমূলের দফলে রয়েছে। জোড়াফুল শিবিরের অনুমান, দক্ষিণ ২৪ পরগণায় একপেশেভাবে জিতবে তারা। উত্তর ২৪ পরগণার বসিরহাটেও সহজেই জিতে যাবে বলে আশাবাদী জোড়াফুল শিবির।

আরও পড়ুনঃ একটু পর থেকেই শুরু রেমালের তাণ্ডব! ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতেঃ আবহাওয়ার খবর

বারাসাত, দক্ষিণ কলকাতা নিয়েও তৃণমূল খুব একটা চাপে নেই বলে খবর। তবে উত্তর কলকাতায় কড়া টক্কর হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তৃণমূলের একদা ‘সৈনিক’ তাপস রায়কে এবার এই কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। এই আসনে এবার কড়া প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন অনেকে। যদিও তৃণমূল সেনাপতি অভিষেক জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী। ‘ওদের বিসর্জন অনিবার্য’, রবিবার কার্যত এই বার্তাই দিয়েছেন তিনি।

এদিন অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় এজেন্সি এবং গোদী মিডিয়ার জোরে লোকসভা ভোটে জয়ী হবে বলে ভেবেছিল বিজেপি। তবে প্রথম ছয় দফার পর বাংলা বিরোধীরা বুঝতে পেরেছে যে মানুষের শক্তির কাছে টাকা এবং পেশি শক্তি অনেকটা দুর্বল। ওদের বিসর্জন অনিবার্য’।

Abhishek Banerjee Suvendu Adhikari

এদিকে অভিষেকের পোস্টের কয়েক মিনিটের মধ্যে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু। বিজেপি বিধায়ক লেখেন, ‘প্রত্যেকটা দফার পর পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা আরও ভাল দেখাচ্ছে। মানুষ দু’টি বিষয়ের দিকে নজর রেখে এবার ভোট দিচ্ছে। প্রথমত, নরেন্দ্র মোদীজির দুর্দান্ত নেতৃত্বে কেন্দ্রে স্থিতিশীল সরকার গঠন এবং দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিবাজ শাসনকে প্রত্যাখ্যান করা। আগামী ৪ জুন বিজেপির ৪০০ গণ্ডি টপকানোয় পশ্চিমবঙ্গ অন্যতম বড় অবদানকারী হতে চলেছে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর