বাংলাহান্ট ডেস্ক : ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর কারণে হাওড়া ও শিয়ালদা ডিভিশন বাতিল হয়েছে একাধিক ট্রেন। তবে এই দুর্যোগের মধ্যেও বাতিল করা হবে না বন্দে ভারত, শতাব্দী এবং ব্ল্যাক ডায়মন্ড- এই তিনটি ট্রেন। পূর্ব রেলের (Eastern Railway) পক্ষ থেকে শনিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এটাই। হাওড়া স্টেশন থেকে সোমবার নির্দিষ্ট সময়ে এই ট্রেনগুলি রওনা দেবে গন্তব্যের দিকে।
ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর মোকাবিলা করার জন্য পূর্ব রেল প্রস্তুত ছিল আগে থেকেই। বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয় হাওড়া (Howrah) ও শিয়ালদা (Sealdah) ডিভিশনে। কিছু ট্রেনের সময়সূচিতে আসে বদল। শিয়ালদা ডিভিশনের বেশ কিছু শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল রবিবার রাত এগারোটা থেকে সোমবার সকাল ছটা পর্যন্ত।
আরোও পড়ুন : এই কিশোর হবেন ‘সহস্রাব্দের প্রথম সন্ত’! পোপো ফ্রান্সিস দিলেন অলৌকিক মহিমার স্বীকৃতি
এদিনই ‘রেমাল’ আছড়ে স্থলভাগে। হাওড়া ডিভিশনের বেশকিছু ট্রেন বাতিল করা হয় শনি ও রবিবার। ‘রেমাল’ স্থলভাগে আছড়ে পড়েছে গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ। তারপর থেকে তুমুল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ দুপুর পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।
আরোও পড়ুন : হয়ে যান সতর্ক! ১ জুনের আগে এই কাজটি না করলেই আর মিলবে না LPG সিলিন্ডার
আগে থেকেই সতর্কতা অবলম্বন করে পূর্ব রেল সিদ্ধান্ত নেয় শিয়ালদহ দক্ষিণ বিভাগ এবং বারাসত-হাসনাবাদ বিভাগে রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার। যে ট্রেনগুলি বাতিল করা হয় তার মধ্যে রয়েছে লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদহ- লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল।
সোমবার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল- লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার, শিয়ালদহ-সোনারপুর, শিয়ালদহ-বারুইপুর, শিয়ালদহ/বারাসত-হাসনাবাদ লোকাল। এছাড়াও বদল এসেছে কিছু ট্রেনের সময়সূচিতে।