T20 বিশ্বকাপে ভারতের গ্রুপে কার শক্তি কতটা? পাকিস্তানের পাশাপাশি চিন্তা বাড়াতে পারে এই দল

বাংলা হান্ট ডেস্ক: শুরু হতে চলেছে চলতি বছরে ক্রিকেটের অন্যতম মেগা টুর্নামেন্ট T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। যেটি অনুষ্ঠিত হবে আমেরিকা (America) এবং ওয়েস্ট ইন্ডিজে (West Indies)। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, T20 বিশ্বকাপে এবারে অংশগ্রহণ করছে ২০ টি দল। এমতাবস্থায়, টুর্নামেন্টে ২০ টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। যার মধ্যে ভারত, পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড ও আমেরিকাকে রাখা হয়েছে গ্রুপ “A”-তে। এই গ্রুপে ভারত ও পাকিস্তান পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে অন্যতম দাবিদার। উল্লেখ্য যে, ভারত ২০০৭ সালে T-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। অপরদিকে, পাকিস্তান ২০০৯ সালে T-20 বিশ্বকাপ জয় করে। এমতাবস্থায় চলুন জেনে নিই গ্রুপ “A”-তে থাকা ৫ টি দলে কারা এবারের টুর্নামেন্টে চমক দেখাতে পারেন!

ভারত: মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৭ সালে। যেখানে ২০১৪ সালে, ভারতীয় দল শ্রীলঙ্কার কাছে হেরে রানার্স আপ হয়েছিল। এবার ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন রোহিত শর্মা এবং অনেক সিনিয়র খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের ক্ষেত্রে সবার চোখ থাকবে রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং জাসপ্রীত বুমরাহর দিকে।

পাকিস্তান: ইউনিস খানের নেতৃত্বে ২০০৯ সালে T20 বিশ্বকাপ জিতে যায় পাকিস্তান। এদিকে, ২০২২ সালে পাকিস্তান ইংল্যান্ডের কাছে হেরে রানার্স আপ হয়। এবার বাবর আজমের নেতৃত্বে ২০২৪ সালের T20 বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান। এমতাবস্থায়, পাকিস্তান দলের ক্ষেত্রে সবার চোখ থাকবে বাবর, রিজওয়ান, শাহীন ও আমিরের দিকে।

How strong is India's group in T20 World Cup.

আয়ারল্যান্ড: আইরিশ দল T20 বিশ্বকাপে ৭ বার অংশগ্রহণ করেছে এবং ২০০৯ সালে সুপার এইটেও পৌঁছেছে। T20 বিশ্বকাপে ২৫ টি ম্যাচের মধ্যে ৭ টি জিতেছে আয়ারল্যান্ড। এবার দলটির অধিনায়কত্ব করছেন পল স্টার্লিং।

আরও পড়ুন: অন্য দেশ বানাতে চাইছে এয়ার বেস! ভেঙে খান খান হবে বাংলাদেশ, আশঙ্কা হাসিনার

কানাডা: কানাডার দল প্রথমবারের মতো এই বড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এই ICC টুর্নামেন্টে কানাডিয়ান দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সাদ বিন জাফর। ব্যাটার অ্যারন জনসন এবং ফাস্ট বোলার কলিম সানার দিকে সবার নজর থাকবে। এদিকে, স্পিনার এবং অধিনায়ক সাদ দলের জন্য অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে আসবেন।

আরও পড়ুন: মোদী থেকে অমিত শাহ, সঙ্গে আছেন ধোনি! ইন্ডিয়া টিমের হেড কোচ হওয়ার জন্য করলেন আবেদন

আমেরিকা: আমেরিকা T20 বিশ্বকাপ ২০২৪-এর আয়োজক এবং প্রথমবারের মতো আমেরিকান দল T20-তে অংশ নিচ্ছে। দলের দায়িত্ব নেবেন মনঙ্ক প্যাটেল। সম্প্রতি তাঁর অধিনায়কত্বে ৩ ম্যাচের T20 সিরিজে হেরেছে বাংলাদেশ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর