বাংলা হান্ট ডেস্ক: শনিবার সপ্তম দফার ভোটগ্রহণ পর্ব। তার আগেই উত্তর ২৪ পরগণার বারাসাত সংলগ্ন আমডাঙায় (Amdanga) আরও প্রকট হয়ে উঠলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) গোষ্ঠী কোন্দলের ছবি। তৃণমূল বনাম তৃণমূলের এই লড়াইয়ে এবার আমডাঙার মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানের (Panchayet Pradhan) নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।
ওই মহিলা পঞ্চায়েত প্রধানের অভিযোগ পঞ্চায়েতের টাকা তছরুপ করতে বাধা দেওয়াতেই তার ওপর এই হামলা করা হয়েছে। যদিও ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ এনেছেন ওই অভিযুক্ত পঞ্চায়েত সদস্য এবং তার পরিবার। সব মিলিয়ে শেষ দফার ভোটগ্রহণ পর্বের আগে তৃণমূল বনাম তৃণমূলের সংঘর্ষে আরও একবার উত্তপ্ত আমডাঙ্গা।
জানা গিয়েছে ঘটনার সূত্রপাত হয় বুধবার রাতে। গতকাল রাতে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য এবং তার অনুগামীরা ওই মহিলা পঞ্চায়েত প্রধানের বাড়ি গিয়ে চড়াও হয়েছিল। এরপর বাড়ি ঢুকেই তারা তাকে বেধড়ক মারধর করে।অভিযোগ মেরে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছে। নিস্তার পাননি ওই পঞ্চায়েত প্রধানের স্বামীও। চোট পাওয়ার পর আহত অবস্থায় ওই পঞ্চায়েত প্রধানকে গত রাতেই আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
আরও পড়ুন: জানেন না লেখাপড়া! ওদিকে মাধ্যমিকে ৯৯.৭% নম্বর পেয়ে পিয়ন, যুবকের কীর্তি ঘিরে শোরগোল রাজ্যে
কিন্তু কেন হঠাৎ এই হামলা? তৃণমূলের পঞ্চায়েত প্রধান দাবি করেছেন পঞ্চায়েতের টাকা তছরুপের রুপের প্রতিবাদ করায় তার ওপর এই হামলা করা হয়েছে। ওই পঞ্চায়েত প্রধানের অভিযোগ আভিযুক্ত পঞ্চায়েত সদস্যরা এবং তার অনুগামীরা নাকি তাঁকে দিয়ে জোর করে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করার জন্য চাপ সৃষ্টি করছিল।
কিন্তু তিনি প্রতিবাদ করায় তার ওপর এদিন ভয়ানক হামলা চালানো হয়। কিন্তু উল্টো দিকে পঞ্চায়েত সদস্যের পাল্টা অভিযোগ তিনি নাকি জানতে পেরেছিলেন ওই পঞ্চায়েত প্রধানের দুর্নীতির সাথে যুক্ত। তবে এখনও পর্যন্ত দুপক্ষের তরফে কোনো অভিযোগ জমা পড়েনি। তবে হামলা কারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।