রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট! কী জানাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার?

বাংলা হান্ট ডেস্কঃ গত ফেব্রুয়ারী মাসে বাজেট পেশ করে রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার (Government Of West Bengal)। ফের এক দফায় চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছিল। সেই গত ৩০ মে সকালে ডিএ-সহ মে মাসের বেতন ঢুকে গিয়েছে প্রায় সমস্ত রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। শুধু মহার্ঘ ভাতাই নয়, এবার সামনে আরও সুখবর অপেক্ষা করছে সরকারি কর্মচারীদের জন্য।

আগে গত ২১ ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সেই বর্ধিত DA রাজ্যের সরকারি কর্মীদের পকেটে ঢুকছে। এরই মধ্যে এবার আরও ৪ শতাংশ। রাজ্যের সমস্ত ক্ষেত্রের সরকারি কর্মীরাই মে মাস শেষেরও একদিন আগে বেতন পেয়ে গিয়েছেন।

   

প্রসঙ্গত, এর আগে ১০ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। বর্তমানে তা বেড়ে হয়েছে ১৪%. বিগত সময়ে ৩ দফায় ডিএ বৃদ্ধির পর বর্তমানে ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। যদিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মীদের একাংশ। রাজ্য বাজেটের দিনও সরকারি কর্মীদের আরও চার শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করা হলেও তাতে একেবারেই খুশি নন তারা। সমানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

mamata govt holiday

আরও পড়ুন: শিক্ষকদের নিয়ে কড়া অবস্থানে কলকাতা হাইকোর্ট, আদালতের নির্দেশে মাথায় বাজ শিক্ষা দফতরের

ডিএ বৃদ্ধির পর দেখতে গেলে মোটের উপর সব ধরনের চাকুরিজীবীর ক্ষেত্রেই গড়ে প্রায় ৮০০ টাকার মতো বেতন বেড়েছে। এদিকে ডিএ বৃদ্ধির পর আরও এক সুখবর। নিয়ম অনুযায়ী, প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় সরকারি কর্মীদের। বেসিক পের উপর ৩% বেতন বাড়ে। ফলে এই মাসের পাশাপাশি আগামী মাসেও ফের কিছুটা বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মীদের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর