মোদীর ‘অগ্নিপরীক্ষা’! দীপাবলির আগেই ঘটবে বিরাট ‘কাণ্ড’! ফেল করলে হারাবেন প্রধানমন্ত্রীত্ব?

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা নির্বাচনে BJP একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যে কারণে NDA-র শরিক দলগুলিকে নিয়ে মিলিজুলি সরকার গড়তে হচ্ছে নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। এই দলগুলির মধ্যে আবার এমনও দু’টি দল রয়েছে যাদের ‘বিশ্বাসযোগ্যতা’ নিয়ে প্রশ্ন রয়েছে ওয়াকিবহাল মহলের। এই দুই দল হল TDP এবং JDU। সরকার গড়ায় তাঁদের ভূমিকা অনেকখানি। তাঁরা যদি হাত সরিয়ে নেন, তাহলে জোর ঝটকা খেতে পারে BJP। এর মাঝেই সামনে এল বড় খবর।

রবিবার তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর (Prime Minister) আসনে আসীন হতে চলেছেন মোদী। এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শপথ গ্রহণ করবেন তিনি। তবে জানা যাচ্ছে, তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার ৫-৬ মাসের মাথায় ‘অগ্নিপরীক্ষা’য় বসতে হবে তাঁকে। সেই পরীক্ষায় পাশ করলে ৫ বছর তরতর করে এগোতে পারে NDA সরকার। আর নাহলে জোর ঝটকা খেতে পারে তারা!

আসলে এই বছর দীপাবলির আগে এদেশের তিন রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই তিন রাজ্য হল মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ড। এই বছর ৩১ অক্টোবর দীপাবলি (Diwali)। হরিয়ানা এবং মহারাষ্ট্র বিধানসভার কার্যকাল শেষ হচ্ছে অক্টোবর-নভেম্বর নাগাদ। এদিকে আবার এই দুই রাজ্যে লোকসভা ভোটে খারাপ ফল করেছে BJP। মহারাষ্ট্রে ৪৮টি আসনের মধ্যে মাত্র ৯টি আসন পেয়েছে গেরুয়া শিবির। হরিয়ানায় আসন সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে এবং ঝাড়খণ্ডেও আসন কমেছে।

আরও পড়ুনঃ ভ্যাপসা গরম অতীত! এবার শুরু হবে ঝড় বৃষ্টির ‘খেল’! বিরাট সুখবর দিল হাওয়া অফিস

এবার মোদী ৩.০ সরকার গঠনের পর BJP-র অন্যতম দায়িত্ব হবে, এই তিন রাজ্যের বিধানসভা ভোটে ভালো ফলাফল করা। যদি এই তিন রাজ্যে ভালো ফলাফল করতে পারে, তাহলে সেটা গেরুয়া শিবিরের নৈতিক জয় হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু যদি ফলাফল যদি BJP-র পক্ষে না আসে তাহলে INDIA জোট আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। শক্তি বাড়তে পারে বিরোধী জোটের।

Narendra Modi

এরপর আবার আগামী বছর ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা ভোট রয়েছে। এবারের লোকসভা নির্বাচনে এখানে চমকপ্রদ ‘রেজাল্ট’ করেছে গেরুয়া শিবির। ৭টি আসনেই পদ্ম ফুটেছে। তবে বিধানসভা ভোট আসলেই এখানে ‘খেলা’ ঘুরে যায়! এবারও যদি এমনটা হয় তাহলে মোদী ৩.০ সরকারের জন্য তা বড় ধাক্কা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর