বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। যেটা নিঃসন্দেহে কিছুটা হলেও চিন্তা কমাবে মধ্যবিত্তদের। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এবার, সস্তা হতে চলেছে ভোজ্য তেল (Edible Oil Price)। উল্লেখ্য যে, করোনার মতো ভয়াবহ মহামারীর সময়ে সরষের তেলের দাম রীতিমতো আকাশ ছুঁয়েছিল। সেই সময়ে প্রতি লিটার সরষের তেলের দাম পৌঁছে গিয়েছিল প্রায় ২০০ টাকায়।
এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই তখন ভোজ্য তেল কিনতে গিয়ে পকেটের টান পড়েছিল গ্রাহকদের। পাশাপাশি ব্যবসা প্রভাবিত হওয়ার কারণে চিন্তায় পড়েছিলেন ব্যবসায়ীরাও। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিরও সম্মুখীন হতে হয় তাঁদের। যদিও, তারপর থেকে এই দামে পতন পরিলক্ষিত হয়েছে। একটু একটু করে ক্রমশ কমেছে সরষের তেলের দাম।
এদিকে সাম্প্রতিক সময়ে আবহাওয়া অত্যন্ত গরম থাকার কারণে সামগ্রিকভাবে অনেকেই অতিরিক্ত তেল যুক্ত খাবার এড়িয়ে চলছেন। আর সেই কারণেই সরষের তেলের ব্যবহার কিছুটা হ্রাস পেয়েছে। যার প্রভাব পড়েছে সরাসরি বাজারে। এই কারণেই সরষের তেলের দামে ফের পতন দেখা গিয়েছে।
আরও পড়ুন: “আমি কখনই বিক্রি হব না”, ফেসবুক পোস্টে হুঙ্কার সৌমিত্রর, স্পষ্ট জানালেন তিনি মোদীর সৈনিক
আমরা যদি দেশের বিভিন্ন জায়গার ক্ষেত্রে এই তেলের দামের পরিসংখ্যান দেখি সেক্ষেত্রে দেখা যাবে, উত্তরপ্রদেশে সরষের তেলের দাম যথেষ্ট সস্তা হয়েছে। যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। প্রয়াগরাজে এই তেলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটারে ১৪৫ টাকা। পাশাপাশি, প্রতাপগড়ে তেলের দাম সস্তা হয়ে এই দাম পৌঁছেছে প্রতি লিটারে ১৪২ টাকায়।
আরও পড়ুন: “ভারতের পাশাপাশি পাকিস্তানের জন্যও ভালো প্রধানমন্ত্রী মোদী”, প্রশংসায় পঞ্চমুখ পাক ব্যবসায়ী
এদিকে, আগরাতে সরষের তেলের দাম হল প্রতি লিটারে ১৪৪ টাকা। এছাড়াও, আজমগড়ে সর্ষের তেলের দাম হল লিটার প্রতি ১৪২ টাকা। এর পাশাপাশি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে লুজ সর্ষের তেলের দাম হল ১৩০ থেকে ১৩৫ টাকা প্রতি লিটার। এমতাবস্থায়, অনেকেই মনে করেছেন, সামনেই উৎসবের মরশুমে এই দাম বাড়তে পারে। তাই সব মিলিয়ে এখন কিছুটা তেল কিনে রাখলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।