বাংলা হান্ট ডেস্ক : আগামীকাল ই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। অনুষ্ঠানিক ভাবে মধ্যশিক্ষা পর্ষদ কাল রেজাল্ট প্রকাশিত করবে সকাল ৯টার পর এবং ১০টার পর থেকে ক্রমাগত নিজস্ব অ্যাডমিট কার্ডের রোল নম্বর দিয়ে নির্বাচিত কিছু ওয়েবসাইটে সবাই ফল দেখতে পারবে। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ।
যে ওয়েবসাইটগুলির মাধ্যমে ফল জানা যাবে সেগুলি হল
www.wbbse.org
wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com
www.results.shiksha
www.schools9.com
www.vidyavision.com
www.jagranjosh.com
www.newsnation.in
ওয়েবসাইট অ্যাকসেস করতে না পারলে আপনারা এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন ফল। পরীক্ষার্থীর রোল নম্বর এবং মোবাইল নম্বর আগে থেকে নথিভুক্ত করে রাখতে হবে www.exametc.com এই ওয়েবসাইটে।