DA বৃদ্ধির পর এবার “আসল সুখবর” পেলেন সরকারি কর্মীরা, হল বিরাট ঘোষণা

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর নিঃসন্দেহে খুশি হবেন দেশের (India) চাকরিজীবীরা। প্রথমেই জানিয়ে রাখি যে, সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দুই ধরণের প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) থাকে। যার মধ্যে সরকারি কর্মচারীদের জন্য রয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড (General Provident Fund)। যেটি GPF নামেও পরিচিত। অন্যদিকে, বেসরকারি কর্মীদের জন্য রয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ EPF (Employees Provident Fund)।

তবে, সরকারি ক্ষেত্রে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা GPF ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি প্রভিডেন্ট ফান্ড। এমতাবস্থায়, GPF-এর ক্ষেত্রে প্রতি ত্রৈমাসিকে কেন্দ্রীয় সরকারের তরফে সুদের হার ঘোষণা করা হয়। এমতাবস্থায়, সম্প্রতি অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

জানিয়ে রাখি যে, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে GPF ছাড়াও অল ইন্ডিয়া সার্ভিসেস প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে রাজ্য রেলওয়ে প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (সর্বভারতীয়), সাধারণ ভবিষ্য তহবিল (প্রতিরক্ষা পরিষেবা) সহ ভারতীয় অর্ডন্যান্স ডিপার্টমেন্ট প্রভিডেন্ট ফান্ডের মতো প্রভিডেন্ট ফান্ডগুলি রয়েছে। এমন পরিস্থিতিতে, সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে এই সমস্ত ফান্ডের ওপর কেন্দ্রীয় সরকারের তরফে নয়া সুদের হার কার্যকর করা হবে।

Government employees get big news after increasing DA.

এর পাশাপাশি ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরিস ওয়ার্কম্যানস প্রভিডেন্ট ফান্ড সহ ডিফেন্স সার্ভিসেস অফিসার প্রভিডেন্ট ফান্ড, আর্মড ফোর্সেস পার্সোনেল প্রভিডেন্ট ফান্ড এবং ইন্ডিয়ান নেভাল ডকইয়ার্ড ওয়ার্কম্যানস প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হতে চলেছে। এমতাবস্থায় জানিয়ে রাখি যে, গত সোমবার অর্থ মন্ত্রকের তরফে চলতি অর্থ বর্ষের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত ত্রৈমাসিকের সুদের হারের ঘোষণা করা হয়।

আরও পড়ুন: শিয়ালদহর পর এবার হাওড়া! টানা ১০ দিন বাতিল ১৬৬ লোকাল, ৬৪ টি এক্সপ্রেস ট্রেন, দেখুন লিস্ট

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি কর্মীদের গচ্ছিত অর্থের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে এপ্রিল, মে এবং জুন মাসের জন্য ৭.১ শতাংশ হারে সুদ প্রদান করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে জানুয়ারি থেকে মার্চের মধ্যে সরকারি কর্মচারীদের GPF অ্যাকাউন্টে গচ্ছিত টাকার ক্ষেত্রে সুদের হার ছিল ৭.১ শতাংশ। অর্থাৎ, সামগ্রিকভাবে দেখতে গেলে GPF-এর সুদের ক্ষেত্রে কেন্দ্র এবারে কোনো পরিবর্তন করেনি। শুধু তাই নয়, এভাবে একটানা ১৭ তম ত্রৈমাসিকে GPF-এর সুদের হার অপরিবর্তিত রাখা হল।

আরও পড়ুন: পুজোর ছুটিতে বেড়াতে যাওয়া কনফার্ম! এবার সহজেই মিলবে ট্রেনের টিকিট, বিরাট পদক্ষেপ রেলের

জানিয়ে রাখি যে, ২০১৯-২০ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সুদের হার ৮ শতাংশ থাকলেও পরে এটি কমতে শুরু করে। এমতাবস্থায়, ২০২০-২১-এর অর্থবর্ষেই GPF-এর সুদের হার নেমে এসেছিল ৭.১ শতাংশে। তারপর থেকে এই হারে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। এদিকে, আমরা যদি সর্বোচ্চ পরিসংখ্যানের দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যাবে যে ২০১২-১৩-তে GPF-এর সুদের হার ছিল সবচেয়ে বেশি। ওই বছর এই হার ৮.৮০ শতাংশে পৌঁছেছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর