বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) ইস্যুতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা (State Government Workers)। মাঝে দু তিন বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। তবে তাতে খুশি নন অধিকাংশই। তাদের চাই কেন্দ্রীয় হারে ডিএ। তবে এসবের মাঝেই সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। এবার থেকে ২০ শতাংশ বেশি হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও সকলে এর আওতায় আসবেন না।
জানিয়ে রাখি, রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে যে হারে ডিএ পাচ্ছেন, তার থেকে ২০ শতাংশ বেশি হারে ডিএ পাবেন। তবে কেবল একটি মাসের জন্যই তা হবে। ২০২৪ সালের ১ মার্চ রাজ্য সরকারের অর্থ দফতরের বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পান, তাদের DA ১০ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। উল্লেখ্য আগে ১৫১ শতাংশ হারে ডিএ পেতেন তারা। যা বেড়ে হয় ১৬১ শতাংশ।
নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানায়, পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতনভুক কর্মচারীদের জন্য ২০২৪ সালের ১ মে থেকে বর্ধিত ডিএ অর্থাৎ ১৬১% ডিএ কার্যকর হবে। এদিকে লোকসভা ভোটের পর সম্প্রতি জানানো হয়, ২০২৪ সালের এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে রাজ্যের সকল সরকারি কর্মচারীদের জন্য।
আরও পড়ুন: জ্বালাপোড়া থেকে কবে স্বস্তি? আজ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়ার খবর
এই কারণেই পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীরাও ১০% বাড়তি ডিএ পাবেন। জুন মাসের বেতনের সঙ্গে এই সকল রাজ্য সরকারি কর্মচারীরা বাড়তি ১০ শতাংশ ডিএ পাবেন। অর্থাৎ তাদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ হয়ে দাঁড়াবে (১৫১+১০+১০) ১৭১%। অর্থাৎ জুন মাসে এই সমস্ত কর্মীদের পকেট গরম। তবে এই হার কেবল এক মাসের জন্যই প্রযোজ্য।