এ যেন বিদেশ! বিশ্বমানের রেলস্টেশন হবে বান্ডেল, কতদিন লাগবে কাজ শেষ হতে? তদারকিতে অশ্বিনী বৈষ্ণব

বাংলা হান্ট ডেস্ক: খুব তাড়াতাড়ি একেবারে ভোল বদলে যেতে চলেছে ব্যান্ডেল স্টেশনের (Bandel Station)। যা দেখে মনে হতে পারে যেন বিদেশে চলে এসেছেন। এই স্টেশনটিকে আগামী দিনে বিশ্বমানের (World Class) একটি রেল স্টেশনে (Railway Station) পরিণত করতে চলেছে ভারতীয় রেল। প্রসঙ্গত পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অশ্বিনী বৈষ্ণব দেশের যে কটি স্টেশনকে উন্নত করে বিশ্বমানের হিসাবে গড়ে তোলার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি হল এই ব্যান্ডেল স্টেশন।

প্রসঙ্গত পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সংস্কারের পর এই স্টেশনে মোট ১২ টি লিস্ট এবং ২০ টি এসক্যালেটর থাকবে। বাণিজ্যিক দিকের কথা মাথায় রেখেই থাকবে রুফ প্লাজা, ফুড প্লাজা-সহ আরও বেশ কিছু অত্যাধুনিক ব্যবস্থা। এছাড়াও স্টেশন বিল্ডিংটি হবে একেবারে অত্যাধুনিক যা দেখে মনে হবে যেন কোন বিদেশি রেলস্টেশনে চলে এসেছেন।

এছাড়াও আগামীদিনে স্টেশনের বাইরেই থাকবে, গাড়ি রাখার ব্যবস্থা। জোর দেওয়া হবে গ্রীন এনার্জি ব্যবহারের ওপরেও। প্রসঙ্গত পূর্ব রেলসূত্রে খবর, ব্যান্ডেল স্টেশনের প্রায় ৮০ শতাংশ যাত্রীই লোকাল ট্রেনে যাতায়াত করেন। তবে আগামী দিনে একটি কোচিং ডিপো তৈরি করার হলে ব্যান্ডেল থেকেই  আরও পাঁচটি-ছ’টি এক্সপ্রেস ট্রেন ছাড়া পরিকল্পনা রয়েছে পূর্ব্ব রেলের।

আরও পড়ুন: ফের ঘর বাঁধার ইঙ্গিত রচনার! সাংসদ হতেই কী প্রবালের সাথে একই ছাদের তলায় দিদি নম্বর ওয়ান?

যদিও কবে থেকে এই  এক্সপ্রেস ট্রেন ছাড়বে, সে বিষয়ে এখনও পর্যন্ত পূর্ব রেলের তরফে কিছুই জানানো হয়নি। প্রসঙ্গত এই মুহূর্তে ব্যান্ডেল স্টেশনের ইয়ার্ডে যে ২৩টি ডায়মন্ড ক্রসিং রয়েছে, তার মধ্যে অন্তত  ১৯টি তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও আগামী দিনে এই স্টেশন সংস্কারের সময় তিনটি অতিরিক্ত পূর্ণদৈর্ঘ্যের প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এছাড়াও এখন আরও যে ছ’টি প্ল্যাটফর্ম আছে, সেগুলির দৈর্ঘ্যও বাড়ানো হবে বলে জানা যাচ্ছে।

Bandel 1

জানা যাচ্ছে আগামী দিনে সংস্কারের পর ব্যান্ডেল স্টেশনে ২৩,৪৭৩ স্কোয়ার ফুট এলাকাজুড়ে স্টেশন ভবন অবস্থান করবে। পার্কিং এলাকাই হবে ১৫,৭৯১ স্কোয়ার ফুটের। তাছাড়া ট্রেন ছাড়া এবং ট্রেন আসার জন্য আলাদা লাউঞ্জ-ও থাকবে। এছাড়াও যাত্রীদের সুবিধার জন্যই প্ল্যাটফর্মে থাকবে এটিএম, ফুডকোর্ট, ওষুধের দোকান, ওয়াশরুম, ইন্টারনেট পরিষেবা, সহ অন্যান্য দোকান। এছাড়াও পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ব্যান্ডেল স্টেশনে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থাও থাকবে। থাকবে সোলার প্যানেলও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর