বাংলা হান্ট ডেস্ক: ২০২৪ সালের T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup) পাকিস্তান (Pakistan) অত্যন্ত খারাপ পারফরম্যান্স প্রদর্শন করেছে। বাবর আজমের (Babar Azam) নেতৃত্বাধীন পাকিস্তান বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই নিয়েছে বিদায়। তারা শুধুমাত্র কানাডা (Canada) এবং আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে জয় হাসিল করতে পেরেছে। অন্যদিকে, পাকিস্তান USA এবং ভারতের (India) কাছে পরাজিত হয়। এদিকে, পাকিস্তান দলের সাথে কোচ গ্যারি কার্স্টেনের (Gary Kirsten) এটিই প্রথম অ্যাসাইনমেন্ট ছিল। কিন্তু দলটি সফল হতে পারেনি। গুরু গ্যারির তত্ত্বাবধানে টিম ইন্ডিয়া ২০১১ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এখন পাকিস্তান দলের বিদায়ের পর পাকিস্তান দলকে কটাক্ষ করেছেন গ্যারি কার্স্টেন।
পাকিস্তান দলের সমালোচনা করলেন কার্স্টেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পাকিস্তান ক্রিকেট দলের তীব্র সমালোচনা করে প্রধান কোচ গ্যারি কার্স্টেন বলেছেন যে ওই দলে কোনো ঐক্য নেই এবং তিনি তাঁর দীর্ঘ কোচিং কেরিয়ারে এমন পরিস্থিতি কখনও দেখেননি। উল্লেখ্য যে, পাকিস্তান দল ২০২২ সালের T20 বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল। কিন্তু, বিগত বেশ কয়েকটি ম্যাচে তাঁরা অত্যন্ত খারাপ পারফরম্যান্স প্রদর্শন করছে।
পাকিস্তান দলে ঐক্য নেই: পাকিস্তানি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের T20 বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পর কার্স্টেন পাকিস্তান দলের সমালোচনা করার ক্ষেত্রে কোনো খামতি রাখেননি। পাকিস্তানের একজন সিনিয়র সাংবাদিক কার্স্টেনকে উদ্ধৃত করে বলেছেন, “পাকিস্তান দলে কোনো ঐক্য নেই। তারা এটিকে একটি দল বলে। তবে এটি দল নয়। খেলোয়াড়রা একে অপরকে সমর্থন করছে না। প্রত্যেকেই আলাদা। আমি অনেক দলের সাথে কাজ করেছি, কিন্তু এমন পরিস্থিতি কখনও দেখিনি।
পাকিস্তান দলে ফিটনেসের অভাব: এই প্রসঙ্গে “জিও সুপার টিভি” সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে, খেলোয়াড়দের ফিটনেস লেভেল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কার্স্টেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই ওপেনার আরও বলেন, দক্ষতার দিক থেকে দলটি বাকিদের থেকে অনেক পিছিয়ে। ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ের পর কার্স্টেন বলেছিলেন যে দুর্বল সিদ্ধান্তের কারণে দল হেরেছে।
আরও পড়ুন: চার ওভারে চারটেই মেডেন, সাথে তিনটি উইকেট! বিশ্বকাপে জ্বলে উঠলেন লকি ফার্গুসন, গড়লেন নজির
কার্স্টেন ভারতের বিরুদ্ধে হারে ক্ষুব্ধ: তিনি জানান, “এটা অবশ্যই হতাশাজনক পরাজয়। আমি জানতাম ভারত যদি ১২০ রান করে তাহলে এটা সহজ হবে না। তবে, আমার মনে হয় ছয় বা সাত ওভার বাকি থাকতে দলের স্কোর ছিল দুই উইকেটে ৭২ রান। এই অবস্থা থেকে ম্যাচ বের করতে না পারাটা হতাশাজনক।”
আরও পড়ুন: শুধু অত্যধিক গরমের কারণে নয়, দেশজুড়ে হু হু করে AC বিক্রির পেছনে রয়েছে একাধিক বিষয়, ফাঁস হল তথ্য
আমেরিকা পাল্টে দিয়েছে হিসেব: এই বিশ্বকাপে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়েছে USA-র কাছে হার। গত রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর, পাকিস্তান চার পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে তৃতীয় স্থানে রয়েছে। যেখানে ভারত সাত পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। এদিকে, পাকিস্তান ও কানাডার বিরুদ্ধে জয় এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বাতিলের কারণে পাঁচ পয়েন্ট নিয়ে সুপার এইট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে USA।