বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র বিশ্বজুড়েই বেড়ে চলেছে দূষণের হার। শুধু তাই নয়, যুগের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই দূষণ (Pollution)। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছে সমগ্র জীবজগৎ। ঠিক এই আবহেই এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত, ইউনিসেফের সহযোগিতায় আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান “হেলথ ইফেক্টস ইনস্টিটিউট” (Health Effects Institute, HEI) একটি ভয়াবহ পরিসংখ্যান সামনে এনেছে।
যেখানে, বায়ু দূষণের কারণে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর বিষয়ে ইনস্টিটিউটের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বুধবার প্রকাশিত ওই রিপোর্টে হেলথ ইফেক্টস ইনস্টিটিউট জানিয়েছে যে, ২০২১ সালে সারা বিশ্বে বায়ু দূষণের কারণে ৮১ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের প্রসঙ্গেও ভয়াবহ তথ্য সামনে এনেছে ওই প্রতিষ্ঠান।
ভারতে মৃত্যু হয়েছে ২১ লক্ষ মানুষের: হেলথ ইফেক্টস ইনস্টিটিউটের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে ভারতে দূষণের কারণে প্রাণ হারানো মানুষের সংখ্যা ২১ লক্ষে পৌঁছেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, বায়ু দূষণের কারণে ভারতে ২০২১ সালে পাঁচ বছরের কম বয়সী ১,৬৯,৪০০ শিশু মারা গেছে। এদিকে, প্রকাশিত একাধিক রিপোর্ট অনুযায়ী, বায়ু দূষণের কারণে ২০২১ সালে চিনে ২৩ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন: পাল্টে গেল ট্যাক্স সম্পর্কিত এই ৮ টি নিয়ম! ITR ফাইল করার আগে না জানলে পড়বেন চরম দুর্ভোগে
দূষণ দক্ষিণ এশিয়ায় মৃত্যুর সবচেয়ে বড় কারণ: বায়ু দূষণের কারণে নাইজেরিয়ায় ১,১৪,০০০ শিশু, পাকিস্তানে ৬৮,১০০, ইথিওপিয়ায় ৩১,১০০ এবং বাংলাদেশে ১৯,১০০ শিশুর মৃত্যু হয়েছে। হেলথ ইফেক্টস ইনস্টিটিউটের রিপোর্টে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় মৃত্যুর সবচেয়ে বড় কারণ হল বায়ু দূষণ। এরপর রয়েছে উচ্চ রক্তচাপ, খাদ্যাভ্যাস এবং তামাক সেবন।
আরও পড়ুন: ২০১৮-র জম্মু হামলার মাস্টারমাইন্ড! পাকিস্তানের বুকে আততায়ীর গুলিতে নিহত সেই পাক ব্রিগেডিয়ার
ভারত ও চিনে ৫৪ শতাংশ ঘটনা: হেলথ ইফেক্টস ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে বায়ু দূষণের কারণে মৃত্যুর সংখ্যা আগের যেকোনোও বছরের তুলনায় বেশি ছিল। চিন ও ভারত উভয়েরই জনসংখ্যা ১ বিলিয়নের বেশি। এমতাবস্থায় পরিসংখ্যান অনুযায়ী, ভারতের ২১ লক্ষ এবং চিনের ২৩ লক্ষ মৃত্যু সামগ্রিকভাবে বিশ্বব্যাপী বায়ু দূষণের কারণে মৃত্যুর সংখ্যায় ৫৪ শতাংশ জুড়ে রয়েছে।