ফের সবুজ ঝড়! হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে BJP-কে টেক্কা TMC-র, কটি আসনে এগিয়ে?

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা নির্বাচনে সবুজ ঝড়ের সাক্ষী ছিল বাংলা। ৪২টি আসনের মধ্যে ২৯টিতেই জোড়াফুল ফুটেছে এবার। বিজেপি আটকে গিয়েছে মাত্র ১২টিতে। সেই নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বার অ্যাসোসিয়েশনের ভোটেও দেখা যাচ্ছে সবুজ ঝড়ের সম্ভাবনা।

বার অ্যাসোসিয়েশনের (Bar Association) মোট ১৫টি পদে ভোট হয়েছে। এর মধ্যে ১০টি পদেই এগিয়ে রয়েছে জোড়াফুল শিবির। বাকি ৫টি পদে এগিয়ে রয়েছে BJP। সভাপতি পদে এগিয়ে রয়েছেন TMC-র অশোককুমার ঢনঢনিয়া। কোষাধ্যক্ষ পদেও এগিয়ে রয়েছে জোড়াফুল। TMC-র সৌমিক গঙ্গোপাধ্যায় এগিয়ে রয়েছেন এই পদে।

সভাপতি পদে তৃণমূলের অশোককুমার এগিয়ে থাকলেও, সহ সভাপতি অবশ্য এগিয়ে রয়েছে BJP। পম শিবিরের কৃষ্ণেন্দু ভট্টাচার্য এগিয়ে রয়েছেন এই পদে। বারের (Bar Association Election) অন্যতম জরুরি পদ হল সাধারণ সম্পাদক। এই পদেও BJP এগিয়ে রয়েছে। পদ্ম শিবিরের শঙ্করপ্রসাদ দলপতি এগিয়ে রয়েছেন এই পদে। এর আগে সাধারণ সম্পাদক পদে তৃণমূলের (Trinamool Congress) বিশ্বব্রত বসুমল্লিক এগিয়ে ছিলেন।

আরও পড়ুনঃ বাংলাকে বাদ দিয়ে ফরাক্কা চুক্তি নিয়ে কথা! মোদী-হাসিনার ‘বৈঠকে’র চটে লাল মমতা?

সাধারণ সম্পাদক পদে BJP প্রার্থী শঙ্করপ্রসাদ এগিয়ে থাকলেও, সহ সভাপতির দুই পদে TMC এবং BJP দুই দলের দু’জন করে জিতেছেন। বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার্সে আবার ৯টি করে পদ রয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি পদে জয়ী হয়েছে TMC। ৭টিতেই জিতে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে BJP-র ঝুলিতে রয়েছে ২টি।

Calcutta High Court

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টে এই ভোট নিয়ে একটি মামলা বিচারাধীন রয়েছে। সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহে। জানা যাচ্ছে, সেখানে এই রেজাল্টের রিপোর্ট জমা দেওয়া হবে। এরপরেই আদালতের তরফ থেকে চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর