বাংলা হান্ট ডেস্ক: মুকুল পুত্র শুভ্রাংশু রায় কে সাসপেন্ড করল তৃণমূল। শুক্রবার বেহালার ম্যানসনে পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থ জানান,দল বিরোধী কাজ করার জন্য শুভ্রাংশু কে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যারাকপুর কেন্দ্রে একটি জনসভা করতে গিয়ে তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করলে রোজ লক্ষ্য লক্ষ্য মুকুল রায় তৈরি করতে পারেন।”
এদিকে অভিষেক কে কটাক্ষ করে বিজেপির বিধায়ক শুভ্রাংশু বলেন,”আমি আমার বাবার জন্য গর্বিত কেউ কেউ বলেছিল লক্ষ্য লক্ষ্য মুকুল রায় তৈরি করে নেবে। কিন্তু আজ সেই কাঁচরাপাড়ার কাঁচা মাথার লোকটাই চাণক্যের বুদ্ধি দিয়ে গোটা তৃণমূলকে তছনছ করে দিল।”
শুভ্রাংশু আরো বলেন,” আমি বলেছিলাম,বিজপুর থেকে তৃণমূল প্রার্থীকে লিড দেব। কিন্তু,দিতে পারিনি।আমি ব্যর্থ আমি ভেবেছিলাম বিচ পুরের আমি একমাত্র ভূমিপুত্র কিন্তু মুকুল রায় নিজেই বুঝে গিয়েছেন তিনিও ভূমিপুত্র আমি বাবার কাছে হেরে গেলাম।”
ভোটের মাঝে এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দোপাধ্যায় কে জিজ্ঞেস করা হয় বীজপুরের আইসি কেন বদল করা হল,শুভ্রাংশু নাম না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন “ওখানে গদ্দার এর ছেলে আছে”।
“গদ্দার এর ছেলে” তকমা নিয়ে অভিমান প্রকাশ করেছেন মুকুল পুত্র শুভ্রাংশু। তিনি বলেন,”যাকে মমতাময়ী মায়ের মত দেখতাম তিনি আমাকে গদ্দার এর ছেলে বললেন!”
তাহলে কি মুকুল পুত্র শুভ্রাংশু বিজেপিতে যাবেন?
এর উত্তরে শুভ্রাংশু বলেন,”বাবার সঙ্গে কথা বলব,তবে হ্যাঁ এখনই বিজেপি নয়।দলের কাছে সব অপমানের কৈফিয়ৎ চাইব।” তবে সরাসরি ‘হ্যাঁ’-‘না’ না বললেও জল্পনা থেকেই যায়।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার