বাংলা হান্ট ডেস্ক: দিনভর টুপটাপ! তবে আজ ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা অধিক। আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি আগামী সাত দিন দক্ষিণের (South Bengal) সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার তালিকায় রয়েছে দক্ষিণবঙ্গও। বুধবার ভারী বৃষ্টিতে ভিজবে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ। এছাড়া হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
বৃহস্পতিবারও বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টি আরও বাড়বে। এদিন দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। আবার মৌসুমী অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত যা উত্তরবঙ্গের উপরে রয়েছে। এর জেরে বৃষ্টি বাড়বে।
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। আগামী দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়।
আরও পড়ুন: আজকের রাশিফল ৩ জুলাই, কেরিয়ারে বিরাট চমক এই তিন রাশির
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি হয়েছে কমলা সতর্কর্তা। বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে। সাথে ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কা। এছাড়া উত্তরের বাকি তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত জারি থাকবে বৃষ্টি।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…