বাংলা হান্ট ডেস্কঃ বিচারব্যবস্থায় বহুল চর্চিত নাম বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। যার নামে দুর্নীতিবাজদের ওড়ে ঘুম। অবৈধ নির্মাণ হোক কিংবা দুর্নীতি ইস্যু, একের পর এক উল্লেখযোগ্য নির্দেশ দিয়ে বিচারব্যবস্থায় ছাপ ফেলেছেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দাপুটে এই বিচারপতি। এবার সেই জাস্টিস সিনহাই দুই বিরাট নির্দেশ দিয়ে ফের সংবাদ শিরোনামে।
সম্প্রতি ভোট পরবর্তী হিংসার ঘটনা (Post Poll Violence 2024) ঘিরে মিথ্যা মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি। তার অভিযোগ ছিল, বিরোধী দলের কর্মী হওয়ায় রাজ্যের শাসক শিবিরের লোকজনের দ্বারা আক্রান্ত তিনি ও তার পরিবার। তাদের পরিবারকে তৃণমূল বাড়ি ছাড়া করেছে বলেও অভিযোগ তোলা হয়। যদিও পরে সেই অভিযোগ মিথ্যে বলে প্রমাণ হয় আদালতে।
রাজ্যের আইনজীবী আদালতে জানান দুই প্রতিবেশীর গোলমালকে ভোটে হিংসার ঘটনা বলে চালানোর চেষ্টা করেছেন মামলাকারী। এর সাথে ভোট পরবর্তী হিংসার কোনো যোগই নেই। পরে পরিস্থিতি বুঝতে পেরে আদালতে মামলা তুলে নেওয়ার আর্জি জানান ওই মমলাকারীও। এরপরই আদালতের শাস্তির মুখে পড়েন ওই ব্যক্তি।
মিথ্যা মামলা দায়ের করে কোর্টকে বিভ্রান্ত করা এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য ১০০০০ হাজার টাকা জরিমানার বিনিময়ে মামলা তোলার অনুমতি দেয় হাইকোর্ট। তবে এখানেই শেষে নয়, জরিমানা হিসেবে পাওয়া ওই অর্থ কলকাতা হাইকোর্টের হাইকোর্টের পুরনো বিল্ডিংয়ে মহিলা শৌচালয় নির্মাণ ও সংস্কারের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বিচারপতি।
বিচারপতি নির্দেশ দেন, মামলাকারীর থেকে পাওয়া অর্থ রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। এরপর সেই টাকা মহিলা শৌচালয় নির্মাণ কাজে খরচ করতে হবে। আদালতকে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে বলেও জানিয়েছেন তিনি। বিচারপতি এই রায়ই মন জিতে নিয়েছে বহু মানুষের।
অন্যদিকে, পৃথক একটি মামলাতেও গতকাল কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি। ভাঙরের দাপুটে তৃণমূল নেতা সওকত মোল্লার বিরুদ্ধে মামলা করেছিলেন এক ব্যক্তি। পরে তিনি নিজেই সেই মামলা প্রত্যাহার করে নিয়েছেন। আর মামলাকারীর এই আচরণেই ক্ষুব্ধ হাইকোর্ট। এভাবে মামলা করে পরে তুলে নেওয়ায় আদালতের সময় নষ্ট হয়েছে। তাই শাস্তি হিসেবে করা হয়েছে জরিমানা।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মাঝেই চাকরি ফিরে পেলেন ৮ শিক্ষক! নজিরবিহীন রায় হাইকোর্টের, আশায় বহু
মঙ্গলবার এই ঘটনায় মামলাকারীকে জরিমানার নির্দেশ দিলেন জাস্টিস সিনহা। ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি সেই জরিমানার টাকায় কী হবে তাও জানিয়েছেন বিচারপতি। জাস্টিস সিনহার নির্দেশ, জরিমানার টাকায় হাইকোর্ট চত্বরে বড় গাছ লাগাতে হবে। কোনও ফুলের গাছ বা পাতাবাহার নয়, যে গাছ ভবিষ্যতে অনেক বড় বৃক্ষ হয়ে উঠবে এমন গাছ লাগাতে হবে। এ বিষয়ে বন দফতরের সঙ্গে কথা বলে তাদের দায়িত্ব দেওয়ার কথাও জানিয়েছেন বিচারপতি সিনহা।