বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। প্রতিদিনই নেটমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে হাজার হাজার ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে যায়। যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সবার মন। তবে, সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও (Viral Video) থাকে যেগুলি দেখে রীতিমতো শিউরে ওঠেন সকলেই। বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেইরকমই এক ভয়ঙ্কর ভিডিওর প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপিত করব। যেটি দেখার পর অবাক হবেন প্রত্যেকেই।
প্রসঙ্গত উল্লেখ্য যে, অনেকেই থাকেন যাঁরা প্রকৃতিকে উপভোগ করতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়ে ফেলেন যা পরবর্তীকালে বিপদ ডেকে আনে। এই সংক্রান্ত প্রচুর ভিডিও খুঁজে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। সেই তালিকায় সংযোজিত হল আরও একটি ভিডিও। যেখানে একজন ব্যক্তিকে নদীর জলে ভাসতে ভাসতে আচমকাই সরাসরি সমুদ্রের জলে ভেসে যেতে দেখা যায়। আর এই ভিডিও প্রত্যক্ষ করেই চমকে গিয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram
কি দেখা গিয়েছে ভিডিওটিতে: সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, একজন যুবক নদীর স্রোতের সাথে ভাসতে ভাসতে হঠাৎই এমন একটি জায়গায় এসে উপস্থিত হন যেখানে ওই নদী সমুদ্রে মিশে গিয়েছে। আর ওই যুবকও জলের তোড়ে বিস্তীর্ণ সমুদ্রে ভেসে যান। আর এই সামগ্রিক বিষয়টিই স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে ওই ভিডিওটিতে।
আরও পড়ুন: রথযাত্রায় ভাগ্য ঘুরবে এই ৪ রাশির! মিলবে স্বয়ং মহালক্ষ্মীর কৃপা, হবে টাকার বৃষ্টি
তবে, ভিডিওটিতে ওই যুবকের সমুদ্রে ভেসে যাওয়ার ঘটনাটি দেখা গেলেও তারপরে ঠিক কি ঘটেছে তা বোঝা যায়নি। যদিও, সামগ্রিকভাবে যে এই বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর তা আর বলার অপেক্ষা রাখে না। জলের প্রবল স্রোতে ওই যুবক যেভাবে ভেসে ভেসে সমুদ্রে গিয়ে পড়লেন তা দেখেই আতঙ্কিত হয়েছেন নেটিজেনরা। শুধু তাই নয়, যে ব্যক্তি সাঁতার কাটার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ তিনিও কার্যত ওই জায়গায় যেতে ভয় পাবেন।
আরও পড়ুন: এবার থরথর করে কাঁপবে চিন! ভারতেই “ব্রহ্মাস্ত্র” তৈরি করছে রাশিয়া, সামনে এল বড় আপডেট
কি জানিয়েছেন নেটিজেনরা: ইতিমধ্যেই এই ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে। ২ কোটিরও বেশি মানুষ ভিডিওটি প্রত্যক্ষ করেছেন। পাশাপাশি, লাইক করেছেন ১১ লক্ষেরও বেশি জন। এদিকে, ভিডিওটির পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকরা। একজন জানিয়েছেন, “আশা করি ওই যুবককে খুঁজে পাওয়া যাবে।” পাশাপাশি আরেকজন জানিয়েছেন, “মৃত্যুর সময়ে ওই যুবকটি হয়তো এভাবেই মজা পেয়েছেন।” তবে, সামগ্রিকভাবে দেখে অনুমান করা হচ্ছে যে ওই যুবক হয়তো একজন পেশাদার সাঁতারু। নাহলে তিনি নিজে থেকে এমন কাজটি হয়তো করতেন না।