ক্যালেন্ডারে ছিল না! ফের নতুন ছুটির ঘোষণা রাজ্যে, বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস

বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর তাতে একের পর এক ছুটি। একেই সময় ভালো যাচ্ছে সরকারি কর্মীদের। পরপর বেড়েছে ভাতা। আর এবার এক্সট্রা ছুটি (Government Holiday)। ক্যালেন্ডারে না থাকলেও এ বার সামনে আসছে আরও এক ছুটি। কবে, কারা পাবেন? জানুন বিস্তারে।

কি কারণে, কোথায় কোথায় ছুটি?

লোকসভা ভোটের পালা মিটেছে। এবার উপ-নির্বাচন। আগামী ১০ জুলাই বুধবার রাজ্যের চারটি বিধাসনভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। যাতে সকল নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য এনআই (NI) অ্যাক্ট অনুযায়ী ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার।

ভোটের কারণে ছুটির দরুন ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ তারিখ ওই চারটি কেন্দ্রের অধীনে সমস্ত সরকারি অফিস, সরকারি- সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, দফতর এবং সংস্থায় ছুটি (Government Holiday) থাকবে। যদি এই সকল কেন্দ্রের কোনও ভোটার বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় কাজ করেন তারা পেড লিভ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা এই চারটি কেন্দ্রে ১০ জুলাই উপনির্বাচন হতে চলেছে। ওদিকে তার আগেও ছুটি রয়েছে, যদিও সেই ছুটি মাটি হয়েছে রবিবারের কারণে। সামনেই ৭ তারিখ রথযাত্রা। রথ উপলক্ষে রাজ্যের জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে রথযাত্রার প্রস্তুতি। প্রতিবছরই এই দিন সরকারি ছুটি দেয় রাজ্য। তবে এবার ৭ জুলাই অর্থাৎ রথযাত্রা পড়েছে রবিবার। তাই আর আলাদা করে পাচ্ছেন না রাজ্য সরকারি কর্মীরা। সোমবারও বাড়তি ছুটি ঘোষণা করা হয়নি সরকার তরফে।

mamata nabanna

আরও পড়ুন: ‘রাজ্যের ব্লু-আয়েড বয়, হতে পারে বড় সেলিব্রিটি..,’ নামী তারকাকে নিয়ে বিরাট মন্তব্য হাইকোর্টের

এরপর আগামী ১৩ জুলাই রবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও, ওই দিন শনিবার পড়ছে। অন্যদিকে, বুধবার ১৭ জুলাই রয়েছে মহরম। ওই দিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর