বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সোমবার সন্ধ্যায় দেশীয় বাজারে সোনা ও রুপোর ফিউচার দামে (Gold Price) পতন পরিলক্ষিত হয়েছে। MCX (Multi Commodity Exchange)-এ, ৫ অগাস্ট ২০২৪-এ ডেলিভারির জন্য সোনা প্রতি ১০ গ্রামে ৭২,৮০১ টাকায় লেনদেন হয়েছে। যেটি পূর্বের দামের (Gold Price) তুলনায় ০.৩৪ শতাংশ বা ২৫০ টাকা কমেছে। এর পাশাপাশি ৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ডেলিভারির জন্য রুপোর দাম প্রতি কেজিতে ৩৩২ টাকা কমে ৯৩,২২২ টাকায় লেনদেন হতে দেখা গেছে।
কমে গেল সোনা-রুপোর দাম (Gold Price):
সোনা ও রুপোর স্পট প্রাইস: আন্তর্জাতিক বাজারে শক্তিশালী প্রবণতার সাথে সামঞ্জস্য রেখে, শুক্রবার জাতীয় রাজধানীর বুলিয়ন বাজারে সোনার দাম (Gold Price) ১০০ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৭৩,৪১০ টাকায় বন্ধ হয়েছে। গত ট্রেডিং সেশনে, সোনা প্রতি ১০ গ্রামে ৭৩,৩১০ টাকায় বন্ধ হয়েছিল।
এছাড়াও, রুপোর দাম প্রতি কেজিতে ৮৭০ টাকা বেড়ে ৯৪,২৭০ টাকা হয়েছে। গত সেশনে এটি প্রতি কেজিতে ৯৩,৪০০ টাকায় বন্ধ হয়েছিল। এই প্রসঙ্গে এইচডিএফসি সিকিউরিটিজের বিশ্লেষক দিলীপ পারমার জানিয়েছেন, “দিল্লির বাজারে ২৪ ক্যারেটের স্পট গোল্ডের দাম (Gold Price) প্রতি ১০ গ্রামে ৭৩,৪১০ টাকায় দাঁড়িয়েছে। যেটি পূর্বের বন্ধ হওয়া মূল্যের চেয়ে ১০০ টাকা বেশি।”
আরও পড়ুন: কেসটা কি? ভারতের সাথে বিরোধিতা করা এই দেশ আমন্ত্রণ জানাল বিশ্ব চ্যাম্পিয়নদের, জানাল…..
সোনা-রুপোর বিশ্বব্যাপী মূল্য: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিশ্বব্যাপী বাজারে Comex-এ স্পট গোল্ডের (Gold Price) দাম প্রতি আউন্সে ২,৩৭৩ ডলার হয়েছে। যা পূর্বের বন্ধ হওয়া মূল্যের চেয়ে ১০ ডলার বেশি। এছাড়া, রুপোর দামও বেড়ে প্রতি আউন্সে ৩০.৯৩ ডলার হয়েছে। গত সেশনে এটি প্রতি আউন্সে ৩০.৫৪ ডলারে বন্ধ হয়েছিল।
আরও পড়ুন: এটা কী চলছে মঙ্গল গ্রহে? বিজ্ঞানীরা পেলেন ভয়াবহ তথ্য, জানলে উড়বে ঘুম
এদিকে, প্ল্যাটিনামের গ্লোবাল স্পট প্রাইস ২.২৩ শতাংশ বা ২৩.০২ ডলার কমে প্রতি আউন্সে ১,০০৭.০৭ ডলারে ট্রেড করতে দেখা গেছে। অপরদিকে, প্যালাডিয়ামের স্পট মূল্য o.৯৩ শতাংশ বা ৯.৫৭ ডলার হ্রাসের সাথে প্রতি আউন্সে ১,০২০ ডলারে লেনদেন হতে দেখা গেছে।