এক নজরে দেখে নিন বাঁকুড়ার কৃতিদের

ইন্দ্রানী সেন,বাঁকুড়া: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকে ও জয়জয়কার বাঁকুড়ার।২০১৯ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে মেধা তালিকায় ১৩৭জনের মধ্যে প্রথম দশে বাঁকুড়ার বেশ কয়েক জন ছাত্র রয়েছে। এবার উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করেছে বাঁকুড়া জেলা স্কুলের মহাকাশ রক্ষিত। তার প্রাপ্ত নম্বর ৪৯২। প্রতিদিন সাত আট ঘন্টা পড়াশুনা করেছে সে। তবে তার পিছনে মায়ের অবদান অনেক খানি জানিয়ে এই কৃতি ছাত্র বলেন, রাতে সে যতোক্ষন পড়াশুনা করেছে মা পাশে বসে থাকতেন। এই সাফল্য তার মা বাবাকেই সে উৎসর্গ করতে চায়। প্রিয় বিষয় ‘ফিজিক্স’। আর্ত মানুষের সাহায্যে এগিয়ে আসতে সে ভবিষ্যতে ডাক্তার হতে চায় বলেই জানিয়েছে।

 

বন অআশুড়িয়া হাই স্কুলের ছাত্র রত্নদীপ সেন এবার উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে। রত্নদীপের তালডাংরায় বাড়ি হলেও বাবার কর্মসূত্রে সে এখন বনআশুড়িয়াতে থাকে। তার এই সাফল্যে বাবা, মায়ের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে সে জানায়।ভবিষ্যতে ইতিহাস অথবা ইংরেজী নিয়ে পড়াশুনা করতে চায়।

04c44 img 20190527 wa0014

বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র রম্যজিৎ সরকার এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করেছে । এছাড়াও এবার জেলা থেকে জেলা স্কুলের মোজাম্মেল হক ষষ্ঠ ও সায়ন্তন মুখোপাধ্যায় সপ্তম, বঙ্গ বিদ্যালয়ের গৌরব সিংহ এবং জেলা স্কুলের শুভদীপ নন্দী অষ্টম, ছাঁদার গার্লস হাই স্কুলের ঈষিতা পণ্ডা ও বিবেকানন্দ হাই স্কুলের লক্ষীপ্রিয়া পতি নবম, খ্রীশ্চান কলেজিয়েট স্কুলের অর্পণ ব্যানার্জী ও জেলা স্কুলের রঞ্জিত সরকার দশম স্থান অধিকার করেছে। সাথে সাথেই জেলার চাতরি পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের দুই ছাত্রী অলচিকি হরফে পরীক্ষা দিয়ে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। অনিমা মুর্মু ও সনকা হেমব্রম। দু’জনের প্রাপ্ত নম্বর 445।

সম্পর্কিত খবর