বাড়ি ভাঙতে এলেই ঘটত বিপদ! অবশেষে মাটির নিচ থেকে উঠলেন দেবী, অলৌকিক ঘটনা রাজ্যের এই জেলায়

বাংলা হান্ট ডেস্ক: কখনও কখনও আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যেগুলি রীতিমতো অবাক করে দেয় প্রত্যেককেই। সম্প্রতি আমাদের রাজ্যেও (West Bengal) ঠিক সেই রকমই এক ঘটনা ঘটেছে। যেখানে একটি বাড়ি ভাঙার সময়ে সেখান থেকে যা মিলেছে তা ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত বুধবার বীরভূমের (Birbhum) বোলপুরের রথতলা এলাকায় একটি পুরনো বাড়ি ভাঙ্গার সময়ে পাওয়া যায় একটি কালী মূর্তি।

রাজ্যে (West Bengal) ঘটল অলৌকিক ঘটনা:

স্থানীয়দের মত অনুযায়ী, সেখানে ব্রিটিশ আমলের কালী মন্দিরে সাধুরা ধ্যান ও জপ করতেন। এদিকে, মা কালীর ওই মূর্তি পাওয়ার পর তা মন্দিরে স্থাপন করা হয়। সমগ্র বিষয়টির পরিপ্রেক্ষিতে অবাক হয়েছেন সংশ্লিষ্ট এলাকার সকলেই। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই মূর্তিটির সন্ধান পাওয়ার পর বেশ কিছু অলৌকিক ঘটনার বিষয়ও সামনে এসেছে।

A miracle happened in this district of West Bengal.

এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দেবব্রত দুবে জানিয়েছেন যে, “সবাই জানত এখানে মায়ের মন্দির আছে এবং বিশেষ কিছু রয়েছে। যাঁরা এই জায়গাটিতে কিছু তৈরির স্বপ্ন দেখেছিলেন তাঁরা অসুস্থ হয়ে পড়েছিলেন।” শুধু তাই নয়, এবারেও একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় কর্মরত শ্রমিকদের।

আরও পড়ুন: “কোহলি পাকিস্তানে এলে ভুলে যাবেন ভারত”, আচমকাই দাবি করলেন এই পাক খেলোয়াড়

পাশাপাশি, বাড়ি ভাঙতে যাওয়া জেসিবির টায়ার ফেটে গিয়ে রীতিমতো বিস্ফোরণের মতো আওয়াজ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের মত অনুযায়ী মায়ের, এই মূর্তির সাথে অবশ্যই কিছু অলৌকিক বিষয় রয়েছে। ওই মূর্তির বয়স কম করেও ১০০ বছর হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: বর্ষাকালে চালাচ্ছেন AC? অবশ্যই ব্যবহার করুন এই “সিক্রেট বাটন”, মুহূর্তের মধ্যে ঘরে আসবে বিরাট পরিবর্তন

তবে, পিতলের ওই মূর্তিটির সঠিক বয়স নির্দিষ্টভাবে কেউই বলতে পারেননি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ব্রিটিশ আমলে যখন মা কালীর মূর্তি স্থাপিত হত, তখন ডাকাতরাও সেখানে ভক্তিভরে মায়ের পূজা করতেন। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত ওই মন্দিরটি কালী বারোয়ারিতলা মন্দিরে স্থানান্তরিত করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর