বাংলা হান্ট ডেস্ক: ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের (Saina Nehwal) ক্রিকেট নিয়ে প্রতিক্রিয়ার প্রসঙ্গে করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তরুণ ব্যাটার আংক্রিশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। আসলে এই পুরো বিষয়টি ভারতের বিভিন্ন খেলার ক্রীড়াবিদদের প্রদান করা স্বীকৃতির সাথে সম্পর্কিত রয়েছে। সম্প্রতি সাইনার (Saina Nehwal) একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি তাঁর অনুভূতি ব্যক্ত করেন এবং ভারতের অন্যান্য খেলার তুলনায় ক্রিকেট যে মনোযোগ পায় সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ক্রিকেটের বিষয়ে বিরাট প্রতিক্রিয়া সাইনার (Saina Nehwal):
কি জানিয়েছেন সাইনা নেহওয়াল: নিখিল সিনহা পডকাস্টে সাইনা (Saina Nehwal) বলেন, “সবাই জানতে চায় সাইনা কী করছে, কুস্তিগীর ও বক্সাররা কী করছে, নীরজ চোপড়া কী করছে। সবাই এই খেলোয়াড়দের চেনে কারণ আমরা ধারাবাহিকভাবে পারফর্ম করেছি এবং সংবাদপত্রে এসেছি। আমি এটা করেছি। আমার মনে হচ্ছে এটা একটা স্বপ্নের মতো যে আমি এটা ভারতে করেছি! যেখানে স্পোর্টিং কালচার নেই।
— Out Of Context Cricket (@GemsOfCricket) July 12, 2024
সাইনা (Saina Nehwal) তখন এই কথোপকথনে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করেন। তিনি বলেন, “মাঝে মাঝে আমার খারাপ লাগে যে ক্রিকেট এত মনোযোগ পায়। ক্রিকেটের ব্যাপারটা হল… আপনি যদি ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেনিস এবং অন্যান্য খেলার দিকে তাকান, সেগুলি শারীরিকভাবে খুবই শক্ত। আপনার কাছে শাটল তুলে নিয়ে সার্ভ করারও সময় নেই, আপনি এটাই অনুভব করেন। যেন মনে হয় খুব জোরে শ্বাস নিচ্ছেন। ক্রিকেটের মতো একটি খেলা এত বেশি গুরুত্ব পায় যেখানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন: মহাকাশে এবার “ভারতের বাড়ি”, ISRO করে দেখাল কামাল, নির্ধারণ হল স্পেস স্টেশনের জায়গা
পোস্ট মুছে ফেলে চেয়েছেন ক্ষমা: এদিকে, ২০ বছর বয়সী ব্যাটার আংক্রিশ রঘুবংশী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ সাইনা নেহওয়ালের (Saina Nehwal) ভিডিওর পরিপ্রেক্ষিতে একটি বিতর্কিত পোস্ট করেন। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য আংক্রিশ লেখেন, “দেখা যাক বুমরাহ যখন তাঁর মাথায় ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বাউন্সার মারবে তখন কীভাবে খেলবেন।”
আরও পড়ুন: ভাগ্য পাল্টে দেবে TreasureNFT! ভিজবেন টাকার বৃষ্টিতে, এইভাবে হয়ে যাবেন লাখপতি
এদিকে, স্বাভাবিকভাবেই এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আংক্রিশ সমালোচিত হতে শুরু করেন। এরপর নিজের পোস্ট মুছে দেন এই তরুণ ক্রিকেটার। এজন্য তিনি ক্ষমাও চেয়েছেন। অন্য একটি পোস্টে তিনি X-এ লিখেছেন “সবাই আমাকে ক্ষমা করুন। আমি এটি একটি রসিকতা হিসাবে বোঝাতে চেয়েছিলাম। কিন্তু, আমি মনে করি এটি একটি অপরিণত রসিকতা ছিল। আমি আমার ভুল স্বীকার করছি এবং আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”