তৃণমূল কংগ্রেসের পৌরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে গ্লাস ছুঁড়লেন তৃণমূলেরই কাউন্সিলর

 

গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব বর্ধমান,২৮ মেঃ

পূর্ব বর্ধমানের কাটোয়া পৌরসভার পুরবোর্ড মিটিং চলছিল মঙ্গলবার। বোর্ড মিটিং শুরুর কিছুক্ষণের মধ্যে ই ধুন্ধুমার কাণ্ড।তৃণমূল কংগ্রেস পরিচালিত কাটোয়া পৌরসভার পুরবোর্ড মিটিং চলাকালীন পৌরপ্রধান তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে উড়ে আসে কাঁচের গ্লাস ও জলের বোতল।এই ঘটনায় দুজন কাউন্সিলর জখম হন।৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সুফল রাজোয়ার,১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জীব মুখার্জ্জী।

683b7 img 20190528 wa0032

অভিযোগের তির তিন কাউন্সিলারের দিকে।অভিযুক্ত কাউন্সিলারা হলেন প্রাক্তন পৌরপ্রধান তথা ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর অমর রাম,৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্যামল ঠাকুর,১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রণব দত্ত।কাটোয়া পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ যে,তাঁকে প্রাণে মারার চেষ্টা করেন তিন কাউন্সিলর। বিজেপিতে যাওয়ার পথ পরিস্কার করতেই তারা একাজ করেছে বলে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দাবী করেন।

অভিযুক্ত তিন কাউন্সিলার পৌরপ্রধানের অভিযোগ অস্বীকার করেন।তারা বলেন যে,দুর্নীতি গ্রস্থ পৌরপ্রধানের পদত্যাগের দাবীতে আমরা মিটিংয়ে সরব হয়েছিলাম।বোর্ড মিটিং বানচাল হয়ে গেলে পৌরপ্রধানের ঘরের সামনে বসে পড়েন তাঁরা।
এই ঘটনায় কাটোয়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে এসে পড়ল বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছেন।

সম্পর্কিত খবর