তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী 

 

বাবলু প্রামাণিক দক্ষিণ 24 পরগনা

তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী । মাদার তৃনমূল করার অপরাধে ঘরে মধ্যে আটকে রেখে যুব তৃণমূলের মার । গুরুতর আহত এক । ঘটনা টি ঘটেছে , দঃ ২৪ পরগনা বাসন্তী থানার ৮ নং খড়িমাজী গ্রামে ।

 

ঘটনা সূত্রে , ভোটের সময় মাদার তৃণমূলের হয়ে কাজ করা, জয়ন্ত নস্করের সাথে ভোট প্রচার করা। আর সেটা মানতে চাই না তৃণমূলের আর এক শাখা যুব অর্থাৎ নতুন তৃণমূল । যার যেরে জয়ন্ত নস্করের এক অনুগামী এবং মাদার তৃণমূলের সক্রিয় কর্মী কে ঘরের মধ্যে আটকে রেখে বেধড়ক মারধর শুরু করে । হাতে দা , শাবল , কুড়ুল সহ লোহার রড় নিয়ে যুব তৃনমূলের কয়েক জন কর্মী । তাদের মারে গুরুতর আহত হয় মাদার তৃণমূলের এক সক্রিয় কর্মী । আহতের নাম মুজিবর রহমান (৪০) ।

1b6e8 img 20190528 wa0041

আহতের দাবী ঘরে আটকে রেখে মারধর করে যুব তৃণমূলের কয়েকজন কর্মী । এরপর বাসন্তী থানার পুলিশের সহিতায় আহতের দের উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে আশে তাঁর পরিবার । সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ার তাকে স্থানান্তরিত করে ক্যানিং মহকুমা হাসপাতালে । ক্যানিং মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর আবারও রেফার করে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে ।

সম্পর্কিত খবর