বাংলা হান্ট ডেস্ক: এবার ফের বিরাট একটি নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সম্প্রতি “X”-এ তাঁর ফলোয়ার্সের সংখ্যা পৌঁছেছে ১০ কোটিতে! অর্থাৎ, “X” মাধ্যমে ১০ কোটিরও বেশি মানুষ প্রধানমন্ত্রী মোদীকে (Narendra Modi) “ফলো” করেন।
বিরাট নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi):
এমতাবস্থায়, টেসলার সিইও তথা “X”-এর মালিক বিলিয়নেয়ার ইলন মাস্ক গত শুক্রবার (১৯ জুলাই) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “X”-এ বিশ্বের সর্বাধিক ফলোয়ার্স যুক্ত নেতা হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) অভিনন্দন জানিয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী মোদী তাঁর “X” হ্যান্ডেলে রাজনীতিবিদদের সঙ্গে বিভিন্ন মিটিং ও কর্মসূচির ছবি শেয়ার করেন। এছাড়াও, তিনি একাধিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যও সেখানে উপস্থাপিত করেন।
Congratulations PM @NarendraModi on being the most followed world leader!
— Elon Musk (@elonmusk) July 19, 2024
কি জানিয়েছেন মাস্ক: প্রধানমন্ত্রীর এই বিশেষ নজিরের পরিপ্রেক্ষিতে ইলন মাস্ক “X”-এ একটি পোস্টে জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বিশ্বের সর্বাধিক ফলোয়ার্স যুক্ত নেতা হওয়ার জন্য অভিনন্দন।” এদিকে, “X”-এ ১০ কোটি ফলোয়ার্স হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী একটি পোস্টে জানান, “‘X’-এ ১০ কোটি ফলোয়ার্স। এই প্রাণবন্ত মাধ্যমটিতে থাকতে পেরে এবং আলোচনা, বিতর্ক, অন্তর্দৃষ্টি, জনগণের আশীর্বাদ, গঠনমূলক সমালোচনা এবং আরও অনেক কিছুর অংশ হতে পেরে খুশি। আমি ভবিষ্যতেও একইভাবে মানুষের সাথে যুক্ত থাকতে আগ্রহী।”
আরও পড়ুন: বাংলাদেশে ক্রমশ ভয়াবহ হচ্ছে রক্তক্ষয়ী আন্দোলন! দেশজুড়ে শুরু কারফিউ, মৃতের সংখ্যা শতাধিক
বাইডেন, এরদোগানের চেয়ে এগিয়ে প্রধানমন্ত্রী মোদী: প্রসঙ্গত উল্লেখ্য যে, বিশ্বের অন্যান্য প্রথমসারি নেতাদের তুলনায় এই পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন (৩.৮১ কোটি ফলোয়ার্স) এবং তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগানকেও (২.১৫ কোটি ফলোয়ার্স) এক্ষেত্রে পেছনে ফেলেছেন। এদিকে, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ (১.১২ কোটি ফলোয়ার্স) এবং পোপ ফ্রান্সিসের (১.৮৫ কোটি ফলোয়ার্স) চেয়েও অনেক বেশি মানুষ প্রধানমন্ত্রী মোদীকে ফলো করেন।
আরও পড়ুন: হবেনা কোনও পরীক্ষা! পশ্চিমবঙ্গের এই কেন্দ্রীয় সংস্থায় হচ্ছে কর্মী নিয়োগ, কিভাবে করবেন আবেদন?
কোহলি, নেইমার জুনিয়রের থেকেও বেশি ফলোয়ার্স রয়েছে প্রধানমন্ত্রীর: জানিয়ে রাখি যে, “X” মাধ্যমে টেলর সুইফট (৯.৫৩ কোটি ফলোয়ার্স), লেডি গাগা (৮.৩১ কোটি ফলোয়ার্স) এবং কিম কারদাশিয়ানের (৭.৫২ কোটি ফলোয়ার্স) মতো গ্লোবাল সেলিব্রিটিদের থেকেও প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) ফলোয়ার্সের সংখ্যা বেশি। এদিকে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ এবং সেলিব্রিটিদের থেকেও প্রধানমন্ত্রীর ফলোয়ার্সের সংখ্যা অনেকটাই বেশি। উদাহরণস্বরূপ, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ফলোয়ার্সের সংখ্যা হল ৬.৪১ কোটি। এদিকে, ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়রের ফলোয়ার্সের সংখ্যা ৬.৩৬ কোটি।