আসল বন্ধু কে? বুঝিয়ে দেবে চাণক্য নীতি

বাংলাহান্ট ডেস্ক : মানুষের জীবনের সমস্যার সমাধানে ভীষণ সহায়ক চাণক্য নীতি। সঠিক ভাবে জীবন যাপনের পথ দেখিয়েছেন চাণক্য (Chanakya)। আমাদের জীবনে অনেক ধরনের মানুষ থাকে। তাদের মধ্যে কোন মানুষ কি রকম তা জানার উপায় বাতলে দিয়েছিলেন তিনি। জীবনে কিভাবে উন্নতি করা সম্ভব, সবকিছুই বলে দেয় চাণক্য নীতি ।

চাণক্য (Chanakya) নীতি বলছে কে আসল ‘শুভানুধ্যায়ী’

চাণক্য নীতির (Chanakya Niti) একটি শ্লোক অনুসারে, যে ব্যক্তি অসুস্থতা, দুঃখ, দুর্ভিক্ষ, শত্রু সমস্যা বা মৃত্যুতে আপনার পাশ থেকে সরে যাবে না সেই হলো প্রকৃত বন্ধু বা ভাই। পরিবারের অনেক সদস্যই রয়েছে আপনার জীবনে। পরিবারের বাইরেও অনেকেই বন্ধু হিসেবে থাকে। কিন্তু তাদের মধ্যে কোন বন্ধু আসল আর কে মেকি তা বোঝার উপায় বাতলে দিয়েছিলেন চাণক্য (Chanakya)।

আরোও পড়ুন : বিশ্বসেরা এই ১০ সুন্দর শিশুকে চেনেন? সৌন্দর্য দেখে চোখে লাগবে ধাঁধা

অসুস্থতা হোক, দুঃখ হোক, কিংবা শত্রু আক্রমণ এইসব ক্ষেত্রে জীবনের প্রিয় মানুষগুলোর থেকেই আমরা সাহায্য আশা করি। এই পরিস্থিতির মধ্যে যাকেই পাশে পাওয়া যাবে সেই হলো শুভানুধ্যায়ী বা বন্ধু। তবে হ্যাঁ শুধুমাত্র নিজের বিপদে-আপদে অন্যের থেকে সাহায্য প্রার্থনা করা কাজের কথা নয়। পরিবর্তে নিজেকেও সাহায্য করতে হবে অন্যদের। আপনার জীবনের কোন পরিচিত ব্যক্তি যদি সমস্যার সম্মুখীন হন, তাহলে তাকে অবশ্যই সাহায্য করা প্রয়োজন।

18 06 2023 chanakya niti tips 1 23444961

চাণক্য (Chanakya) মনে করেন, কোন মানুষ যদি অন্য কোন মানুষকে সাহায্য করে, তবেই সে পরিবর্তে অন্যদের থেকে সাহায্য পায়। যখন কোন ব্যক্তি কোন মানুষের সংকটকালীন পরিস্থিতিতে তাকে সাহায্য করে না কিংবা পাশ থেকে সরে যায়, তিনিও নিজের জীবনের সংকটকালীন পরিস্থিতিতে কাউকেই পাশে পান না।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর