পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল CBI, তোলপাড় বাংলা!

বাংলা হান্ট ডেস্কঃ পুর নিয়োগ দুর্নীতি মামলা (Municipality Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য। ইতিমধ্যেই একাধিক কেলেঙ্কারির খবর সামনে এসেছে। এবার আরও বড়সড় ‘তথ্য’ ফাঁস করল সিবিআই। সম্প্রতি আদালতে এই নিয়োগ দুর্নীতি মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। সেখানেই একের পর এক বিস্ফোরক দাবি করা হয়েছে।

পুর নিয়োগ দুর্নীতি মামলা (Municipality Recruitment Scam) ঘিরে শোরগোল!

সিবিআইয়ের দাবি, রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগের দায়িত্ব ছিল অয়ন শীল এবং তাঁর সংস্থার হাতে। সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছিলেন ধৃত অয়ন। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই সুযোগটাকে কাজে লাগিয়েই একাধিক পুরসভায় অবৈধ নিয়োগ করা হয়েছে।

নিয়োগের প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে যেমন কোনও এক্সপার্টের মতামত নেওয়া হতো না। প্রশ্নপত্র তৈরির জন্য কোনও বিশেষ দলও ছিল না। দোকান থেকে সাধারণ জ্ঞানের বই কিনে এসে সেখান থেকে প্রশ্নপত্র তৈরি করা হতো বলে চার্জশিটে দাবি করেছে সিবিআই (CBI)।

আরও পড়ুনঃ অবশেষে! পার্থকে নিয়ে বিরাট সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য

ওই বই থেকে অয়ন শীল এবং তাঁর কোম্পানির কর্মীরা মিলে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতেন। এরপর চাকরিপ্রার্থীদের কাছে পৌঁছে যেত সেই সকল প্রশ্ন। সম্প্রতি আদালতে পেশ করা চার্জশিটে এমনই একাধিক বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সঙ্গেই উঠে এসেছে ‘বড়বাবু’ বলে এক ব্যক্তির নাম।

দীর্ঘ চার্জশিটে সিবিআইয়ের দাবি, অয়নের জন্য তাঁর সংস্থার একজন কর্মী আত্মহত্যা করেছিলেন। ‘বড়বাবু’ নামে পরিচিত ওই ব্যক্তি মূলত মিডলম্যান হিসেবে কাজ করতেন। চাকরিপ্রার্থীদের (Municipality Recruitment Scam) যোগাযোগ থেকে শুরু করে অয়নের জন্য টাকা তুলতেন তিনি।

CBI Central Bureau of Investigation Municipality recruitment scam

তবে একবার টাকা নেওয়া সত্ত্বেও বেশ কয়েকজন প্রার্থীর চাকরি না হওয়ায় তাঁরা ‘বড়বাবু’কে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন। কিন্তু অয়ন টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে। এরপর মানসিক অবসাদ থেকে আত্মহত্যার পথ বেছে নেন অয়নের সংস্থার ওই কর্মী। এই বিষয়ে সংস্থার আর একজন কর্মীই জানিয়েছেন বলে দাবি সিবিআইয়ের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর