চাকরির আশা ছাড়ুন! কম পুঁজির এই ব্যবসা করলেই ফুলে ফেঁপে উঠবে লক্ষ্মীভাণ্ডার

বাংলা হান্ট ডেস্ক: এখনকার দিনে চাকরির (Job) বাজার খুবই খারাপ। তাই দেশজুড়ে ক্রমশ বাড়ছে শিক্ষিত বেকার যুবকদের সংখ্যা। তাই এখনকার দিনে সরকারি চাকরির (Government Job) আশা ছেড়েই দিয়েছেন অনেকে। তবে বাজারে চাকরি না থাকলেও পাল্লা দিয়ে দাম বাড়ছে সব জিনিসের। তাই এই পরিস্থিতিতে দিনের পর দিন বেকারত্বের বোঝা নিয়ে খালি হাতে বসেও থাকাও অসম্ভব হয়ে উঠেছে।

কম পুঁজিতে বেশি আয়ের ব্যবসায়িক বুদ্ধি (Business Idea)

তাই এই খরচের যোগান দেওয়ার জন্য চাকরির পাশাপাশি অনেকেই নিজের অতিরিক্ত আয়ের জন্য ছোটখাটো ব্যবসাও (Business Idea) খুলতে চাইছেন। কিন্তু ব্যবসা করা তো আর মুখের কথা নয়। কারণ যে-কোনো ব্যবসা শুরু করতে গেলেই প্রথমে দরকার হয় ভালো পরিমাণ পুঁজির। তাছাড়া এমন ব্যবসা (Business Idea) করা উচিত যার চাহিদা থাকবে সারা বছর।  তাই সম্প্রতি এমনই  এক দুর্দান্ত ব্যবসায়িক বুদ্ধি (Business Idea) দিয়েছেন ভারত সরকারের কেন্দ্রীয় রোপন ও ফসল অনুসন্ধান সংস্থার মোহিতনগর ফার্মের প্রধান বৈজ্ঞানিক অরুণ কুমার শীট।

এপ্রসঙ্গে তিনি জানিয়েছেন খুবই কম জায়গায় এই গাছের চাষ করে সারা বছর ভালো পরিমাণ অর্থ উপার্জন করা যেতে পারে। তাই প্রত্যেক মাসে অল্প পরিমাণ টাকা খরচ করেই বছরে একবার এই গাছের ফসল বিক্রি করে বিরাট লাভ করা যেতে পারে। আসলে এখানে কথা হচ্ছে নারকেল গাছের। সারি দিয়ে নারকেল গাছ লাগিয়েই তা থেকে সারা বছর ভালো টাকা উপার্জন করা যেতে পারে।

আরও পড়ুন: আবার শুরু লাইট-ক্যামেরা-অ্যাকশন! বুধবার কোথায় হল কোন সিরিয়ালের শুটিং?

সাধারণত একটি নারকেল গাছ থেকে কমপক্ষে ১০০ টি ডাব পাওয়া যায়। আর সেই ডাব বিক্রি করে কিংবা পুরো নারকেল বিক্রি করেই  প্রত্যেক গাছ থেকে বছরে হাজার হাজার টাকা লাভ করা যায়। এমনিতে সকলেই জানেন নারকেল গাছ এমনই একটি গাছ যার কোন কিছুই ফেলা যায় না। নারকেল বা ডাবের জল যেমন  বাজারজাত করা হয়, তেমনি বানানো হয় নারকেলের দড়ি , চারা গাছ রোপনের সময় কাজে লাগে নারকেলের  ছোবড়ার গুঁড়ো। এছাড়া নারকেলের  মালা দিয়ে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস কিংবা হস্তশিল্পের জিনিসও তৈরি করা হয়ে থাকে। পাশাপাশি নারকেল গাছের পাতার শিরা দিয়ে বানানো হয় ঝাড়ু।

Coconut

তাই নারকেল গাছের শিকড় কাণ্ড পাতা ফলের শাস থেকে শুরু করে ছোবড়া কিংবা নারকেলের খোল বাজারে বিক্রি হয় সবকিছুই। তাই বাড়তি উপার্জনের পথ হিসেবে এই নারকেল গাছ চাষ করেই ভালো টাকা উপার্জন করা যেতে পারে। একবার এই নারকেল গাছের চাষ শুরু করলে প্রায় ২০ থেকে ২৫ বছর কিংবা তার বেশি সময় পর্যন্ত ফলন মেলে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর