বাংলাহান্ট ডেস্ক : যারা নতুন গাড়ি (Car) কিনছেন তাদের জন্য বড় খবর। গাড়ি (Car) কেনার ৯০ দিনের মধ্যে আপডেট করতে হবে রেজিস্ট্রেশন নম্বর। FASTag ব্যবহারকারীদের ডেটাবেস ভেরিফাই করে আপডেট করতে হবে যাবতীয় তথ্য। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ১লা আগস্ট থেকে নতুন নিয়ম চালু করেছে FASTag ব্যবহারকারীদের জন্য।
নিজস্ব গাড়ি (Car) থাকলেই এবার পাল্টাবে নিয়ম
নতুন নিয়ম কার্যকর হবে আপডেটেড ‘নো ইওর কাস্টমার’ বা KYC -র উপর ভিত্তি করে। মূলত একটি প্রিপেইড সার্ভিস FASTag। এই পরিষেবার ফলে আরো সহজে শহরের রাস্তায় চলাচল করছে গাড়ি (Car)। মুক্তি মিলেছে টোল বুথে গাড়ি দাঁড় করানো বা অপেক্ষা করা থেকে। নতুন নিয়মে বলা হয়েছে, ৩১ শে অক্টোবরের মধ্যে FASTag ব্যবহারকারীদের কেওয়াইসি ডিটেলস আপডেট করতে হবে।
আরোও পড়ুন : ফের শনিবার হাওড়া লাইনে বাতিল একগুচ্ছ এক্সপ্রেস, নিয়ন্ত্রিত হবে কিছু ট্রেন; তালিকা দিল রেল
যদি ৩-৫ বছরের আগে FASTag ইস্যু হয়ে থাকে তবে অবশ্যই তা আপডেট করতে হবে। পাঁচ বছরের বেশি সময় হলে অবশ্যই তা বদলাতে হবে। গাড়ির (Car) মালিকদের অবশ্যই FASTag এর সাথে লিঙ্ক করাতে হবে রেজিস্ট্রেশন এবং চেসিস নম্বর। নতুন গাড়ি (Car) যারা কিনছেন তাদের ৯০ দিনের মধ্যে আপডেট করতে হবে রেজিস্ট্রেশন নম্বর। ডেটাবেস ভেরিফাই করে যাবতীয় ডিটেইলস আপডেট করতে হবে সকল FASTag ব্যবহারকারীদের।
বাধ্যতামূলক করা হয়েছে গাড়ির ফ্রন্ট এবং সাইড ভিউয়ের ছবি আপলোড করা। এছাড়াও বাধ্যতামূলকভাবে ফোন নম্বর সংযুক্ত করতে হবে প্রতিটি FASTag এর সঙ্গে। FASTag ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের অধীনস্থ একটি পরিষেবা। ইলেকট্রনিক টোল সংগ্রহ, জ্বালানি ক্রয় প্রদান, পার্কিং ফি, জাতীয় উদ্যান প্রবেশ ফি ডিজিটালি মেটানো যায় FASTag পরিষেবা ব্যবহার করে।