মেয়ের চেয়েও ছোট দোলনের সাথে লিভ ইন, ৭৬-এ বিয়ে, অবাক করবে দীপঙ্কর দে-র প্রথম স্ত্রীর পরিচয়

বাংলা হান্ট ডেস্ক: বাংলা ইন্ডাস্ট্রির অসম বয়সী দম্পতিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় জুটি হলেন অভিনেতা দীপঙ্কর দে এবং দোলন রায় (Dipankar Dey-Dolon Roy)। তাঁদের  অসমবয়সী এই সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম কাটাছেঁড়া হয় না। বর্ষিয়ান অভিনেতা দীপঙ্কর দে’র (Dipankar Dey) থেকে তাঁর  স্ত্রী দোলন রায় বয়সে অনেকটাই ছোট। জানা যায়, দোলন রায় নাকি  অভিনেতার মেয়ের চেয়েও কম বয়সী।

দীপঙ্কর দের প্রথম স্ত্রী (Dipankar Dey) কে ছিলেন?

টানা তেইশ বছর ধরে সহবাস সম্পর্কে থাকার পর ২০২০ সালে গিয়ে আইনি স্বীকৃতি পায় তাঁদের এই সম্পর্ক। তাই সব মিলিয়ে  প্রায় আড়াই দশকের সম্পর্ক তাঁদের। তবে একটা সময় প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দোলন রায়ের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন দীপঙ্কর দে। ইতিপূর্বে কানাঘুঁষোও শোনা  গিয়েছিল  দীপঙ্কর দের প্রথম স্ত্রী (Dipankar First Wife) নাকি একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা ছিলেন।

যদিও আজ পর্যন্ত তাঁর নাম কিংবা পরিচয় কোনটাই সেভাবে সামনে আসেনি। তবে সম্প্রতি ‘দীপঙ্কর কথা’ বইতে নিজের প্রথম স্ত্রীর কথা অকপটে বলেছেন খোদ অভিনেতা নিজেই। যা থেকে জানা গিয়েছে অভিনেতার প্রথম স্ত্রীর নাম ছিল বান্টি রোজ দে। তরুণ বয়সে, দিল্লিতে চাকরি করতেন অভিনেতা। সেখানেই নাকি অবাঙালি খ্রিষ্টান তরুণী বান্টির সঙ্গে প্রথম আলাপ হয়েছিল তাঁর।

আরও পড়ুন: ‘ওঁর সব অঙ্গই পুরুষের মতো’, প্যারিস অলিম্পিকের বিতর্কিত ‘পুরুষ’ বক্সারকে একহাত নিলেন কঙ্গনা

দিল্লির এএসপি কোম্পানিতে রিসেপশনিস্ট হিসেবে চাকরি করতেন তিনি। তাঁদের মধ্যে প্রথম আলাপেই তৈরি হয়েছিল ভালোলাগা, তারপর তা পরিণতি পায় ভালোবাসায়। দীপঙ্কর দে-র কথায়,’বান্টি ছিলেন ঝকঝকে সুন্দরী, সারক্ষণ ঝরঝরে ইংরেজিতে কথা বলতেন তিনি। তেমনি তুখোড় ছিল তাঁর ব্যক্তিত্ব’। ১৯৬৯ সালে বিয়ের বাঁধনে বাঁধা পড়েন দুজন। তাঁদের দুই মেয়ে। একজন  বৈশালী আর একজন বিশাখা। যদিও বড় মেয়ের মৃত্যু হয়েছে ২০২৩ সালে।

Dipankar 1

যদিও সন্তান হওয়ার পরেও টেকেনি তাঁদের বৈবাহিক জীবন। দুজনের ছাদ আলাদা হলেও, শুরুতে হয়নি আইনি বিচ্ছেদ। ততদিনে  দীপঙ্করের জীবনে এসেছেন ২৬ বছরের ছোট দোলন রায়।  বিবাহিত পুরুষ, দুই সন্তানের বাবা কিংবা বয়সের বিস্তর ফারাক সম্পর্কে বাধা হয়নি কোনো কিছুই। কানাঘুঁষো শোনা যায়, ১৯৯৭ সালে মন্দিরে গিয়ে গোপনে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু  তখনও অভিনেতার ডিভোর্স না হওয়ায় তাঁদের বিয়ে বৈধ হয়নি। সতীন বান্টি প্রসঙ্গে দোলন স্পষ্ট জানিয়েছেন, ‘দীপঙ্করের সঙ্গে যখন আমার সম্পর্ক হয়, তার আগে থেকেই তাঁদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। তাই আমার প্রতিও অভিযোগ ছিল না। আমার স্বামীর প্রথম স্ত্রীকে আমি খুব সম্মান করি’।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর