বাংলা হান্ট ডেস্কঃ দিকে দিকে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বাংলাদেশ (Bangladesh)। জ্বলছে একটা গোটা রাষ্ট্র। গতকালই সাধারণ মানুষের চাপে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বর্তমানে সেনার শাসনে ওপার বাংলা। এই আবহে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে অনুষ্ঠান বাতিল করলেন শিল্পী অদিতি মুন্সি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আর বাংলাদেশে কোনও অনুষ্ঠানে যাবেন না বলে জানালেন তৃণমূল বিধায়িকা।
বড় সিদ্ধান্ত তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর (Bangladesh)
গায়িকার আর্জি দ্রুত পরিস্থিতি পরিবর্তন হোক। শান্তি ফিরে আসুক বাংলাদেশে। কাজের সূত্রে বহুবার ওপার বাংলায় গিয়েছেন অদিতি। অনেক ভালো স্মৃতি জড়িয়ে রয়েছে তার। সেই দেশের এমন অবস্থা দেখে মন কাঁদছে গায়িকার। অদিতি জানিয়েছেন সেপ্টেম্বরে বাংলাদেশে তিনটি অনুষ্ঠান ছিল অদিতির। সে গুলো সব বাতিল করেছেন তিনি।
অদিতি জানান, অতীতে একাধিকবার বাংলাদেশে (Bangladesh) অনুষ্ঠান করতে গিয়েছেন তিনি। সেই সব অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়ন তার মন ছুঁয়েছে, জানাচ্ছেন শিল্পী। পড়শি দেশে দ্রুত শান্তি ফিরে আসুক এই প্রার্থনা করেছেন অদিতি। প্রসঙ্গত, গতকালই ওপার বাংলায় হাসিনা সরকারের পতন ঘটেছে। বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন মুজিব-কন্যা। এই আবহে দেশটি আপাতত শাসকবিহীন অবস্থায় আছে। বর্তমানে সেখানের সমস্ত ক্ষমতা রয়েছে সেনার হাতে। তবে হাসিনাকে ‘তাড়ানোর’ পরও শান্ত হয়নি পরিস্থিতি।
আরও পড়ুন: ‘এরপর কোনওভাবে..,’ ঘুরে গেল মোড়! মানিকের জামিন মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের
গতকাল প্রায় ১৫ টি থানা এবং দুটি জেলখানায় হামলা হয়। মুক্তি পেয়েছেন জেল-থানার লক-আপে বন্দি থাকা নিষিদ্ধ জামাত সংগঠনের বহু সদস্য। দিকে দিকে ভেঙে ফেলা হচ্ছে মন্দির। জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে পুলিশকর্মী থেকে সাধারণ মানুষকে। চলছে পৈশাচিক উল্লাস। প্রাণ হাতে করে আতঙ্কে প্রহর কাটছে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের। রিপোর্ট অনুযায়ী, নিজেদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে সে দেশের পুলিশকর্মীদের সংগঠন। সবমিলিয়ে চরম অরাজকতা পড়শি রাষ্ট্রে। যা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতেরও।