বিবাহিত অভিনেতার সঙ্গে প্রেম, টিভির জনপ্রিয় এই অভিনেত্রীকে চেনেন?

Published On:

হিন্দি সিনেমায় অনেক বড় তারকা আছেন যাদের সন্তানেরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁদের মতোই নাম কমিয়েছেন। এমনই এক নাম জুহি বব্বর (Juhi Babbar)। 20 জুলাই, 1979 সালে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে জন্মগ্রহণকারী এই অভিনেত্রী আর কেউ নন, জুহি বব্বর (Juhi Babbar)। রাজ বব্বরের মেয়ে তিনি। কয়েক দশক ধরে হিন্দি সিনেমায় নিজের ছাপ রেখেছেন রাজ।

রাজ বব্বরের তিন সন্তান রয়েছে। প্রতীক বব্বর, আর্য বাব্বর ও জুহি বাব্বর। তাঁর তিন সন্তানই ফিল্ম ইন্ডাস্ট্রির বড় মুখ। কিন্তু একজনও ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁদের বাবার সমান স্থান অর্জন করতে পারেনি। রাজ বব্বর নিজের অভিনয় দ্বারা সেই স্থান অর্জন করেছিলেন। তবে সবসময়ই তিনজন শিরোনামে উঠে আসেন বারংবার।

Juhi Babbar

এই অভিনেত্রী আর কেউ নন, জুহি বব্বর (Juhi Babbar)

জুহি বাব্বর অনেক ছবিতেই কাজ করার চেষ্টা করেছে। তবে তাঁকে শুধুই একজন পার্শ্ববর্তী চরিত্র হিসেবে দেখা গিয়েছে। তবে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘ফারাজ’ ছবিতে তাঁকে প্রথম প্রধান চরিত্রে দেখা যায়। হিন্দি সিনেমা ছাড়াও, জুহি পাঞ্জাবি চলচ্চিত্রও তাঁর শক্তিশালী অভিনয়ের ছাপ রেখেছেন। ‘ইয়ারান নাল বাহারান’ ছবি দিয়ে জার্নি শুরু করেন তিনি। এছাড়াও ‘ফ্যারে’, ‘ফরাজ’, ‘ইটস মাই লাইফ’ এবং ‘আইয়ারি’-এর মতো ছবিতেও দেখা মিলেছে তাঁর।

জুহি বাব্বরের প্রথম বিয়ে হয় পরিচালক বিজয় নাম্বিয়ারের সঙ্গে ২০০৭ সালে। কিন্তু বিয়ের পর তাঁদের সম্পর্ক ভালো হয়নি। তাই বিয়ের মাত্র দুই বছর পর ২০০৯ সালে দুজনেই আলাদা হয়ে যান। এর পরে, টিভি তারকা অনুপ সোনি, যিনি ‘ক্রাইম পেট্রোল’ দিয়ে নিজের পরিচয় তৈরি করেছিলেন, জুহির জীবনে প্রবেশ করেন। তখন তিনি বিবাহিত ছিলেন। কিন্তু তা সত্ত্বেও দুজনেই লিভ-ইন রিলেশনে থাকতেন। এরপর ২০১১ সালে দুজনেই বিয়ে করেন। দুজনেরই তিনটি সন্তান রয়েছে। দুই মেয়ে ও এক ছেলে।

Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

X