পুলিশের কাজ করে দিলেন সজল! খুঁজে বার করলেন তৃণমূল ঘনিষ্ঠ হামলাকারীর পরিচয়, হইচই গোটা বাংলায়

বাংলা হান্ট ডেস্ক: আর জি কর হাসাপাতালের (R G Kar Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ১৪ অগাস্ট রাতে রাজপথে নেমেছিলেন মহিলারা। কিন্তু, সেই রাতেই এমন ঘটনা ঘটল যা অবাক করেছে সবাইকেই। কারণ, প্রতিবাদ কর্মসূচি চলাকালীন আর জি কর হাসাপাতালে (R G Kar Hospital) ব্যাপক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। আর তারপর থেকেই ওই দুষ্কৃতিদের পরিচয় খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছেন সকলে। শুধু তাই নয়, ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে ফেসবুকে পোস্টের মাধ্যমেও এই বিষয়ে সাহায্য চাওয়া হয়েছে।

আর জি কর হাসাপাতালে (R G Kar Hospital) হামলা চালিয়েছিল কারা:

মূলত, ওই ফেসবুক পোস্টে হামলাকারীদের মুখ চিহ্নিত করে লেখা হয়েছে “সন্ধান চাই। ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।” এদিকে, এবার এই আবহেই সামনে এসেছে বড় আপডেট। মূলত, বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি নেতা সজল ঘোষের একটি ফেসবুক পোস্ট ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

The identity of the attacker at R G Kar Hospital came to light.

ওই ফেসবুক পোস্টে সজল একজন হামলাকারীর পরিচয় সামনে এনেছেন। ওই পোস্টে তিনি জানিয়েছেন, “সন্ধান পাচ্ছিল না পুলিশ, তাই সহযোগিতা করার চেষ্টা করলাম। সম্ভবত আমি যার তথ্য দিয়েছি সেটি সঠিক। বাকিটা পুলিশ যাচাই করে নিক।” সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই হামলাকারী তৃণমূল সমর্থক বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! স্বাধীনতা দিবসের দিনই গ্রাহকদের বড় ঝটকা দিল SBI, ফের টান পড়তে চলেছে পকেটে

সজলের ফেসবুক পোস্ট অনুযায়ী, কলকাতা পুলিশের তরফে সামনে আনা ছবিটির বামদিকে থাকা কালো জামা পরিহিত যুবকটির নাম শুভদীপ কুন্ডু (সানি)। পাশাপাশি, ওই যুবকের বাবার নাম আশুতোষ কুন্ডু। তার বাড়ির ঠিকানা হল ৪৪/২/৩৩ মুরারিপুকুর রোড, কলকাতা- ৭০০০৫৪।

আরও পড়ুন: আম্বানির নয়া প্ল্যান! বন্ধ হতে পারে এই পরিষেবা, কারণ জানলে আপনিও হয়ে যাবেন “থ”

প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৪ অগাস্ট রাতের আরজি কর হাসপাতালের (R G Kar Hospital) সামনে প্রতিবাদে অংশগ্রহণ করেছিল গোটা শহর। ঠিক সেই সময় সরাসরি হাসপাতালে ঢুকে গিয়ে বেশ কয়েকজন তাণ্ডব চালায়। এদিকে, প্রত্যক্ষদর্শীদের মত অনুযায়ী তাদের হাতে লাঠি ছিল। এটাও জানা গিয়েছে যে, পুলিশের গার্ডরেল ভেঙে তারা সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে থাকে। ভাঙচুর চালানো হয় ইমার্জেন্সি ওয়ার্ডেও। এমতাবস্থায়, ওই হামলাকারীদের ছবি পরবর্তীতে সামনে আসে। আর তারপর থেকেই তাদের পরিচয় জানার জন্য চেষ্টা শুরু করে পুলিশ। আর সেই হামলাকারীদেরই একজনের পরিচয় এবার সামনে আনলেন বিজেপি নেতা সজল ঘোষ। পাশাপাশি, এর সাথে প্রত্যক্ষভাবে যে শাসকদল যুক্ত সেই বিষয়টিও উপস্থাপিত করলেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর