বাংলা হান্ট ডেস্ক : আর জি করের তরুণী চিকিৎসককে নির্মম হত্যা ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ এরই মাঝে আরও এক মর্মান্তিক ঘটনায় কার্যত বাকরুদ্ধ রাজ্যবাসী। সম্প্রতি ঝড়গ্রামের (Jhargram) এক অন্তঃসত্ত্বা হাতিকে (Pregnant Elephant) চোখের সামনে জ্বলন্ত পুড়িয়ে মারার (Killed Elephant) অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। জলজ্যান্ত হাতিকে পুড়িয়ে মারার সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল (Viral Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
গর্ভবতী হাতিকে জীবন্ত পুড়িয়ে মারার ভিডিও ভাইরাল (Viral Video)
ভিডিওটিতে দেখা যাচ্ছে ছাদ থেকে গরম রড ছুঁড়ে মারা হচ্ছে হাতির দিকে। হাতিটি প্রাণপণ বাঁচার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পা তুলে দাঁড়াতে পারে না। শরীর ছেড়ে দেওয়ায় সেখানেই বসে পড়ে হাতিটি। আর ওই ভাবেই একটু একটু করে কষ্ট পেতে পেতে মৃত্যু হয় হাতির। সোশ্যাল মিডিয়ায় ঝাড়গ্রাম জেলা-র হাতির সংবাদ নামে একটি ফেসবুক পেজ থেকে এই ঘটনার ভিডিও (Viral Video) শেয়ার করা হয়েছে।
একজন অবোলা প্রাণীর এমন মর্মান্তিক মৃত্যু দেখে রীতিমতো বাকরুদ্ধ আম জনতা। এদিন হাতিকে পুড়িয়ে মারার যে ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে সেখানে ব্যাকগ্রাউন্ড থেকে শোনা যাচ্ছে একজন শিশুর কান্নার শব্দ। কাঁদতে কাঁদতে শিশুটি তার বাবাকে বলছে ‘ওর সাথে কেন এরকম করা হচ্ছে? ও তো মরে যাবে। ওকে ছেড়ে দিতে বলো না।’
আরও পড়ুন : UTS অ্যাপে টিকিট কাটার এই নিয়ম জানেন তো? না জানলেই বিরাট লস
হাতির এই নির্মম পরিণতি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ থেকে পশুপ্রেমী সকলেই। হাতি হত্যা নিয়ে সরব হয়েছেন বিনোদন জগতের তারকারাও। হাতিকে পুড়িয়ে মারার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়ে অভিনেতা তথাগত মুখার্জী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বীরবাহা হাঁসদার এলাকায় বন দফতর, সুপ্রিম কোর্টের রায়ে নিষিদ্ধ হওয়া প্রাইভেট হূলা পার্টি ডেকে এইভাবে একটা গর্ভবতী হাতিকে খুন করেছে। যন্ত্রনায় হাতিটা উঠে অবধি দাঁড়াতে পারছে না। ঘটনাচক্রে হাতিটা মেয়ে এবং গর্ভবতী। বনমন্ত্রী চুপ, বন দফতর চুপ, এটাই আমাদের রাজ্য। এখন প্রানী,মানুষ সকলের নিরাপত্তা এই রাজ্যে কম বেশি এক।’
একই সুরে অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন, ‘আমরা বোধহয় সত্যি ধ্বংসের পথে এগোচ্ছি। আর এসব দেখতে পারি না, এত হিংসে, এত আক্রমণ এই অবলাদের প্রতি।’ ক্ষোভ উগরে দিয়ে কেরলের প্রসঙ্গ টেনে এনে একজন নেট নাগরিক লিখেছেন, ‘কেরালা এর কর্মফল পেয়েছে।ঝাড়গ্রাম ও পাবে।’