বাংলা hunt ডেস্ক : এবছর আইপিএলের কথা।প্রথম নিলামে তাকে কেউ দলে না নিলেও পরবর্তী সময়ে পরিবর্ত ক্রিকেটার হিসেবে তাকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেন্জার্স ব্যাঙ্গালোর।প্রথম দুই ম্যাচে সেই চেনা ছন্দে রাজকীয় মেজাজেই পাওয়া গিয়েছিলো ডেল স্টেইন কে , কিন্তু এরপর হয় ছন্দপতন।ফের কাধেঁর চোটের ভোগান্তি ফিরে আসে তার।দ্রুত ফিরে যান দেশে।
দোড়গোড়ায় বিশ্বকাপ, এমন একটা সময় দলের নির্ভরযোগ্য ক্রিকেটারের এহেন অবস্থা ঋতিমতো চাপে ফেলে দেয় আফ্রিকা শিবিরকে।শুরু হয় সুস্থ হয়ে ওঠার তীব্র চেষ্টা , কিন্তু অবস্থার কোনও উন্নতি নেই স্টেইনের।একটু বল করলেই যন্ত্রণায় কাঁধ ধরে যায়।
শেষ বিশ্বকাপ টা দেশের হয়ে মাঠে নামার স্বপ্নটা স্বপ্নই থেকে গেলো এই তারকা পেসারের।ভারতের বিপক্ষে ম্যাচে নামার আগে হতাশা ছাপ স্পষ্ট ডু – প্লেসিসের গলায়।আইপিএল টা না খেললে হয়তো এইদিনটা দেখতে হতো না বলেই মনে করেন তিনি।