বাংলা হান্ট ডেস্ক: ফুঁসছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে (Weather Update) খবর, দক্ষিণ বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করা নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরছে। এর জেরে বৃষ্টি বাড়বে রাজ্যের একাধিক জেলায়। উত্তর ও দক্ষিণ (South Bengal Weather) দুই বঙ্গেই বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
কোথায় কোথায় বৃষ্টি বাড়বে? (South Bengal Weather)
এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এই সমস্ত জেলার পাশাপাশি কলকাতাতেও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কিছু অংশে। মোটের ওপর আজ দক্ষিণবঙ্গের সব জেলাই কম-বেশি ভিজবে। শুক্রবারও জারি থাকবে বৃষ্টি। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার অবধি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) নানা জেলায়। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পার্থক্য লক্ষ্য করা যাবে না। মেঘলা আকাশের পাশাপাশি কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:পুজোর আগেই বড় উপহার! পকেটে আসবে মোটা টাকা, এদের জন্য বিরাট ঘোষণা সরকারের
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৭ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্র সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি।